Logo
Logo
×

খেলা

অস্ট্রেলিয়ার দ্রুততম সেঞ্চুরিয়ানকে শাস্তি দিল আইসিসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১০:৩৩ এএম

অস্ট্রেলিয়ার দ্রুততম সেঞ্চুরিয়ানকে শাস্তি দিল আইসিসি

এই ওয়েস্ট ইন্ডিজ সফরেই ইতিহাসটা গড়েছিলেন। টিম ডেভিড বনে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার দ্রুততম সেঞ্চুরিয়ান। তবে সেই ডেভিড একই সফরের শেষে শাস্তি পেলেন আইসিসিসির কাছ থেকে।

অস্ট্রেলিয়ান ব্যাটার টিম ডেভিডকে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করার জন্য জরিমানা করেছে আইসিসি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট কিটসে হওয়া পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে এই ঘটনা ঘটে।

অস্ট্রেলিয়ার ইনিংসের তৃতীয় ওভারে ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ একটি বল করেন যা লেগ সাইডে ছিল। আম্পায়ার জাহিদ বাসারাথ সেই বলকে ওয়াইড দেননি। তখন টিম ডেভিড হতাশ হয়ে দু’হাত প্রসারিত করেন।

এই আচরণ নিয়ে ধারাভাষ্যে সাবেক ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার ড্যারেন গাঙ্গা বলেন, ‘এটা গ্রহণযোগ্য নয়। যদি আম্পায়ার মনে করেন বল ব্যাটসম্যানের উরুতে লেগেছে, তাহলে সেই সিদ্ধান্তকে প্রশ্ন করা যাবে না।’

ম্যাচ রেফারি রিয়ন কিং ২৯ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে দোষী সাব্যস্ত করেন। ডেভিড নিজেও তার ভুল স্বীকার করেন।

আইসিসি’র কোড অব কন্ডাক্টের আর্টিকেল ২.৮ অনুযায়ী এই অপরাধটি লেভেল ১ পর্যায়ে পড়ে। এই কারণে ডেভিডের ম্যাচ ফি’র ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে এবং তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা অবশ্য ভালোই কেটেছে অস্ট্রেলিয়ার। ৫-০ ব্যবধানে জিতে তবেই দেশে ফিরেছে দলটা। এবার তাদের অ্যাসাইনমেন্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ১০ আগস্ট ডারউইনে শুরু হবে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। 

এই সিরিজে টিম ডেভিড আছেন দলে। পাশাপাশি দলে ফিরেছেন ট্রাভিস হেড এবং জশ হ্যাজলউড, যারা ক্যারিবিয়ান সফরের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম