ইতিহাস গড়ে জুলাই মাসের সেরা খেলোয়াড় হলেন শুবমান গিল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০২:৩৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের টেস্ট অধিনায়ক শুবমান গিল ২০২৫ অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে রেকর্ড ভাঙা পারফরম্যান্সের জন্য জুলাই মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন। তিনি এই পুরস্কারের দৌড়ে দক্ষিণ আফ্রিকার উইয়ান মুলডার ও ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে পেছনে ফেলেছেন।
২৫ বছর বয়সী গিল প্রথমবারের মতো ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব করেন এবং ব্যাট হাতে অসাধারণ সাফল্য পান। তিনি সিরিজে ৭৫.৯ গড়ে ৭৫৪ রান করেন, যার মধ্যে ছিল চারটি সেঞ্চুরি। এর মধ্যে শুধুমাত্র জুলাই মাসেই তার ব্যাট থেকে আসে ৫৬৭ রান ও তিনটি সেঞ্চুরি। এজবাস্টনের দ্বিতীয় টেস্টে তার দুর্দান্ত ইনিংস ছিল ২৬৯ ও ১৬১ রান। ওই ম্যাচে তার ৪৩০ রানের সংগ্রহ টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং বিদেশের মাটিতে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ রান।
এটি গিলের ক্যারিয়ারের চতুর্থবারের মতো মাসসেরা পুরস্কার। এর আগে তিনি এই স্বীকৃতি পেয়েছিলেন ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বর মাসে এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। তিনি প্রথম পুরুষ ক্রিকেটার যিনি এই পুরস্কার চারবার জিতেছেন। এর আগে পাকিস্তানের বাবর আজমের হাতে ছিল এই রেকর্ড, যিনি ২০২১ সালের এপ্রিল, ২০২২ সালের মার্চ ও ২০২৩ সালের আগস্ট মাসে তিনবার এই পুরস্কার পান।
গিল দুটি ভিন্ন বছরে একাধিকবার এই পুরস্কার জেতা প্রথম খেলোয়াড়ও বনে গেছেন। তিনি ২০২৩ সালে (জানুয়ারি, সেপ্টেম্বর) এবং ২০২৫ সালে এই স্বীকৃতি পেয়েছেন। এর আগে শুধুমাত্র জসপ্রিত বুমরা (জুন ও ডিসেম্বর ২০২৪) এবং কামিন্দু মেন্ডিস (মার্চ ও সেপ্টেম্বর ২০২৪) এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
