Logo
Logo
×

খেলা

জয়সুরিয়া-সেহওয়াগের সঙ্গে এমন ‘মিল’ চান না তাওহিদ হৃদয়

জ্যোতির্ময় মন্ডল

জ্যোতির্ময় মন্ডল

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৯:০০ এএম

জয়সুরিয়া-সেহওয়াগের সঙ্গে এমন ‘মিল’ চান না তাওহিদ হৃদয়

বাংলাদেশ দলের ফিটনেস ক্যাম্প শুরু হওয়ার দিন লন্ডনের টাওয়ার ব্রিজের সামনে ক্যাপ পরা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেন তাওহিদ হৃদয়। এক সপ্তাহ হলো ফিটনেস ক্যাম্পে নেই এই ক্রিকেটার। সনথ জয়সুরিয়া কিংবা বীরেন্দর সেহওয়াগের মতো তারকা ক্রিকেটারের মাথার সামনের অংশের চুল পড়ে গিয়েছিল অল্প বয়সে। ২৪ বছর বয়সে যেটা হলো হৃদয়ের। 

তবে এমন মিল যে তিনি চান না, তা বলাই বাহুল্য। সে কারণেই তো, মোটা অঙ্কের টাকা খরচ করে মাথায় চুল গজাতে ইংল্যান্ডে গেছেন হৃদয়। তার ছুটি ২০ আগস্ট পর্যন্ত। সরাসরি সিলেটে অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন তিনি। চিকিৎসকরা বলছেন, চুল লাগানোর পর বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার জামাল বাবু বলেন, ‘হৃদয় ২০ তারিখ পর্যন্ত ছুটি নিয়েছেন। হৃদয়ের একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, তিনি মাথায় চুল লাগানোর জন্য ইংল্যান্ডে গেছেন। ইংল্যান্ডে চুল লাগানো ব্যয়বহুল। ৩০০০ গ্রাফট (চুলের ফলিকন) লাগাতে প্রায় ২০ লাখ টাকা খরচ হয়।

এছাড়া চুল প্রতিস্থাপনের পরও কিছু জটিলতা থেকে যায়। ‘হেয়ার ট্রান্সপ্লান্ট’ করানোর ফলে শরীরে পানি নামে। যার ফলে ওজন বেড়ে যায়।

এর আগে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ভারতের মুম্বাইয়ে মাথায় চুল স্থাপন করেন। মুম্বাইয়ে ‘হেয়ার ট্রান্সপ্লান্ট’ করার পর তামিমের ওজন বেড়েছিল চার কেজি।

এ নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘যে কোনো ধরনের অপারেশনেই পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। আমি স্পোর্টস মেডিসিনের, চুল নিয়ে বিস্তারিত বলতে পারব না।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম