মনিকা সেলেস। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মাত্র ১৬ বছর বয়সে নিজের প্রথম মেজর ট্রফি ১৯৯০ ফরাসি ওপেন জেতা মনিকা সেলেসের কথা মনে আছে? এই সাবেক টেনিস তারকার বয়স এখন ৫১ বছর।
২০০৩ সালে শেষ ম্যাচ খেলা সেলেসের তিন বছর আগে ‘মিয়াসথেনিয়া গ্রাভিস’ নামে স্নায়ুরোগ ধরা পড়ে। নয়টি গ্র্যান্ড স্লাম খেতাবজয়ী এবং টেনিসের হল অব ফেমে জায়গা করে নেওয়া সেলেস ১৩ বছর বয়সে নিজের জন্মভিটা যুগোস্লাভিয়া ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
তখন ইংরেজি জানতেন না। নতুন দেশ, নতুন পরিবেশ। খাপ খাওয়াতে বেগ পেতে হয়েছে তাকে। তখন টিনএজ বয়স তার।
সাবেক বিশ্বের একনম্বর সেলেসের স্নায়ুরোগ ধরা পড়ে ২০২২ সালে। র্যাকেট ঘোরানোর সময় প্রথম তিনি টের পান, রোগ হানা দিয়েছে তার শরীরে। শুরু হয় তার নতুন লড়াই। সেলেসকে টেনিসপ্রেমীদের বেশি মনে থাকার কথা ছুরিকাঘাতে আহত হওয়ার জন্য।
১৯৯৩ সালের ৩০ এপ্রিল জার্মানির হামবুর্গে একটি ম্যাচ খেলছিলেন তিনি। বিরতির সময় জার্মান কিংবদন্তি টেনিস খেলোয়াড় স্টেফি গ্রাফের এক উন্মাদ ভক্ত দর্শকদের মাঝ থেকে দৌড়ে এসে সেলেসের পিঠে ছুরিকাঘাত করে।
দুবছর পর কোর্টে ফিরে কানাডিয়ান ওপেন জেতেন সেলেস। সে বছরই তিনি মার্কিন নাগরিকত্ব পান।
