পুরোনো দায়িত্বে নতুন রূপে ফিরেছেন লেভা। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দ্বন্দ্ব গড়িয়েছিল অনেক দূর। পোল্যান্ডের কোচ মিখাল প্রোবিয়েরজ বাধ সেধে বসেছিলেন। দলের তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কিও গোঁ ধরে বসেছিলেন। হুমকিও ছুঁড়ে দেন, ‘মিখাল কোচ হিসেবে থাকলে খেলাই ছেড়ে দেবেন।’ সেই দ্বন্দ্বে কাটা পড়েন কোচ মিখাল। আর নায়ক হয়েই পোলিশ দলে ফিরেছেন লেভা।
নেতৃত্ব নিয়ে আগের কোচ মিখালের সঙ্গে দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য পোল্যান্ড দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই বিতর্ক থামে এ বছরের জুনে মিখাল পদত্যাগ করলে। নতুন কোচ ইয়ান উরবান দায়িত্ব পেয়েই কল করেন লেভাকে। মান ভাঙান এবং ফেরান।
২০২৬ বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বের সামনের দুটি ম্যাচের জন্য শুক্রবার (২৯ আগস্ট) স্কোয়াড ঘোষণা করেছেন ইয়ান উরবান। নেতৃত্বে ফিরেছেন ৩৭ বর্ষী লেভা। মিখালের সময়ের অধিনায়ক পিওতর জিয়েলিনস্কিকে করা হয়েছে সহ অধিনায়ক।
বাছাইপর্বের ‘জি’ গ্রুপের পয়েন্ট তালিকায় তিন নম্বরে পোল্যান্ড। তিন ম্যাচে দুই জয় ও এক হারে অর্জন ৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট পাওয়া নেদারল্যান্ডস গোল পার্থক্যে এগিয়ে দুইয়ে। শীর্ষে থাকা ফিনল্যান্ডের পয়েন্ট চার ম্যাচে ৭।
আগামী ৫ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের মাঠে খেলতে নামবে পোলিশরা। এরপর ৮ সেপ্টেম্বর ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ফিনল্যান্ড। ৫ তারিখেই পুরোনো দায়িত্বে নতুন রূপে ফিরতে দেখা যেতে পারে লেভানডভস্কিকে।
