স্ট্রাইক রেট নিয়ে খোঁচা দিয়েছিলেন, সেই শোয়েবের ৪ বলে বাবর তুললেন ১৮ রান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০২:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানে ভয়াবহ বন্যার তহবিল গঠনের জন্য অনুষ্ঠিত একটি প্রদর্শনী ম্যাচে শোয়েব আখতারের এক ওভার থেকে ১৮ রান তুললেন বাবর আজম। শনিবার (৩০ আগস্ট) পেশোয়ারের ইমরান খান স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
এদিন মাঠে মুখোমুখি হয়েছিল দুই প্রজন্মের তারকারা। একপাশে ছিল বাবরের নেতৃত্বে পিএসএল ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি, অন্যদিকে ইনজামাম-উল-হকের অধীনে নেমেছিল লিজেন্ডস একাদশ।
ম্যাচে সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল বাবর বনাম শোয়েব লড়াই। ৫০ বছর বয়সী শোয়েব প্রথম বলেই ওয়াইড দেন। দ্বিতীয় বলে বাবর তুলে মারেন ছক্কা। এরপর টানা দুই বল লেগ-সাইডে পেয়ে চার মারেন তিনি। পঞ্চম বলে বাবরের এক শট বাতাসে উঠলেও ফিল্ডারের নাগালে পৌঁছায়নি। শেষ বলে আবার চার মেরে ওভার শেষ করেন বাবর। মোট ১৮ রান ওঠে ওই ওভারে।
উল্লেখ্য, এর আগে শোয়েব আখতার বাবরের ব্যাটিং স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা করেছিলেন। তবে এই ম্যাচে বাবর ব্যাট হাতে ঝলক দেখান। তিনি ২৩ বলে ৪১ রান করেন। শুধু তাই নয়, বল হাতেও তিনি পাকিস্তানের দুই টেস্ট তারকা আজহার আলি ও ইউনিস খানকে আউট করেন।
পেশোয়ার জালমি ১৫ ওভারের ম্যাচে ১৪.৪ ওভারে ১৪৪ রান তোলে। জবাবে লিজেন্ডস একাদশ ৮ম ওভারে ৬ উইকেট খুইয়ে বসে মোটে ৫২ রানে। এরপর ইনজামাম অপরাজিত ৪৬ ও আজহার মাহমুদ অপরাজিত ৩৪ রানে দলকে টেনে তোলেন। তবে শেষ পর্যন্ত তারা ছয় রানে হেরে যায়।
