এনভিডিয়া: বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি
আইটি ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০২:০২ পিএম
বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে ৫ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যে পৌঁছেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
এনভিডিয়া’র নতুন ইতিহাস। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর জোয়ারে ভেসে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া বুধবার বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে ৫ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যে পৌঁছেছে। এই রেকর্ড শুধু ওয়াল স্ট্রিট নয়, বরং টেকনোলজি বিশ্বের জন্য এক নতুন অধ্যায়।
একসময় শুধু গ্রাফিক্স চিপ নির্মাতা হিসেবে পরিচিত এনভিডিয়া এখন কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পের মেরুদণ্ডে পরিণত হয়েছে। এই যাত্রায় প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং এখন প্রযুক্তি দুনিয়ার আইকনিক ব্যক্তিত্ব।
২০২২ সালে চ্যাটজিপিটি উন্মোচনের পর থেকেই এনভিডিয়ার শেয়ারমূল্য বেড়েছে প্রায় ১২ গুণ। কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর প্রযুক্তির চাহিদা বৃদ্ধির ফলে মার্কিন শেয়ারবাজার S&P 500 রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। কেউ কেউ অবশ্য আশঙ্কা করছেন, এই উন্মাদনা ভবিষ্যতে প্রযুক্তিখাতে এক নতুন বুদবুদের জন্ম দিতে পারে।
তিন মাসে আরও এক ট্রিলিয়ন ডলার
মাত্র তিন মাস আগেই ৪ ট্রিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছিল এনভিডিয়া। এবার ৫ ট্রিলিয়ন ছুঁয়ে কোম্পানিটি অতিক্রম করেছে পুরো ক্রিপ্টোকারেন্সি বাজারের মোট মূলধনকেও।
“এনভিডিয়ার ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছানো শুধু একটি সংখ্যা নয়, এটি তাদের নতুন যুগের ঘোষণা,” বলেন হ্যারগ্রিভস ল্যান্সডাউনের সিনিয়র বিশ্লেষক ম্যাট ব্রিটজম্যান।
বুধবার বাজার শেষে এনভিডিয়ার প্রতিটি শেয়ারের দাম ছিল ২০৭.০৪ ডলার, যা দিনশেষে ৩% বৃদ্ধি পায়। এর ফলে কোম্পানির বাজারমূল্য দাঁড়ায় ৫.০৩ ট্রিলিয়ন ডলার।
এর একদিন আগে সিইও হুয়াং জানান, কোম্পানিটি ৫০০ বিলিয়ন ডলার মূল্যের এআই চিপ অর্ডার পেয়েছে এবং যুক্তরাষ্ট্র সরকারের জন্য সাতটি সুপারকম্পিউটার নির্মাণের পরিকল্পনা রয়েছে।
ট্রাম্প-শি বৈঠকে ‘ব্ল্যাকওয়েল’ চিপ আলোচনায়
বৃহস্পতিবার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি জিনপিং-এর বৈঠকে এনভিডিয়ার নতুন ‘ব্ল্যাকওয়েল’ চিপ নিয়েও আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। উচ্চক্ষমতার এই চিপ নিয়ে যুক্তরাষ্ট্র-চীন দ্বন্দ্ব এখনো তীব্র, কারণ ওয়াশিংটন এর রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করেছে।
সিইও হুয়াংয়ের সম্পদও আকাশচুম্বী
বর্তমান বাজারদরে হুয়াংয়ের হাতে থাকা এনভিডিয়ার শেয়ারমূল্য দাঁড়ায় প্রায় ১৭৯.২ বিলিয়ন ডলার, যা তাকে ফোর্বস তালিকায় বিশ্বের অষ্টম ধনী ব্যক্তিতে পরিণত করেছে।
তাইওয়ানে জন্ম নেওয়া এবং নয় বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়া হুয়াং ১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বেই কোম্পানির H100 এবং Blackwell প্রসেসর এখন চ্যাটজিপিটি ও এলন মাস্কের xAI-এর মতো বৃহৎ ভাষা মডেলের চালিকাশক্তি।
এআই প্রতিযোগিতায় এগিয়ে এনভিডিয়া, পেছনে অ্যাপল ও মাইক্রোসফট
এনভিডিয়ার এআই নেতৃত্ব: অ্যাপল ও মাইক্রোসফটও সম্প্রতি ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছেছে, তবুও এনভিডিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রতিযোগিতায় এখনো শীর্ষে। বিশ্লেষকরা বলছেন, এআই প্রযুক্তিতে বিনিয়োগকারীদের আস্থা অব্যাহত থাকলেও এই দ্রুত গতি দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ হতে পারে।
ভূরাজনৈতিক চাপের কেন্দ্রেও এনভিডিয়া
এনভিডিয়ার এআই নেতৃত্ব: অ্যাপল ও মাইক্রোসফটও সম্প্রতি ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছেছে, তবুও এনভিডিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রতিযোগিতায় এখনো শীর্ষে। বিশ্লেষকরা বলছেন, এআই প্রযুক্তিতে বিনিয়োগকারীদের আস্থা অব্যাহত থাকলেও এই দ্রুত গতি দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ হতে পারে।
এনভিডিয়ার এআই নেতৃত্ব: অ্যাপল ও মাইক্রোসফটও সম্প্রতি ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছেছে, তবুও এনভিডিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রতিযোগিতায় এখনো শীর্ষে। বিশ্লেষকরা বলছেন, এআই প্রযুক্তিতে বিনিয়োগকারীদের আস্থা অব্যাহত থাকলেও এই দ্রুত গতি দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ হতে পারে।
প্রতিদ্বন্দ্বীদের ব্যর্থতা: এএমডি (AMD) ও অন্যান্য এআই স্টার্টআপ এখনো এনভিডিয়ার প্রভাব ভাঙতে পারেনি। কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় এনভিডিয়াই বর্তমানে সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান।

-69083ac53affe.jpg)