Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘হোস্টিং সামিট ২০২৬’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম

ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘হোস্টিং সামিট ২০২৬’
দেশের হোস্টিং শিল্পের ভবিষ্যৎ নির্ধারণে অষ্টমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হোস্টিং সামিট ২০২৬’। আগামী বছরের ৪ জানুয়ারি রাজধানীর নিকুঞ্জে দেশের ওয়েব হোস্টিং শিল্পের উন্নয়ন, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টরা বলছেন, চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে এই সামিট দেশের ডিজিটাল অবকাঠামোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সামিটের আয়োজন করছে দেশের শীর্ষস্থানীয় হোস্টিং প্রতিষ্ঠান আলফা নেট। অংশগ্রহণ করবেন দেশের ৩০টিরও বেশি হোস্টিং কোম্পানির প্রধান নির্বাহী ও প্রযুক্তি কর্মকর্তা। এছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন (বিটিআরসি), বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল), বেসিস, ইক্যাব, আইএসপিএবি, বাক্কো এবং পুলিশের সাইবার নিরাপত্তা শাখার প্রতিনিধিরা।

বিশেষ অতিথি হিসেবে যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রযুক্তিবিদ আবু সুফিয়ান হায়দার উপস্থিত থাকবেন। 

সামিটের আহ্বায়ক মো. একরামুল হায়দার জানান, এবারের আলোচনার মূল ফোকাস হবে ওয়েব হোস্টিং শিল্পের অবকাঠামো উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা এবং দক্ষ জনশক্তি তৈরি।

তিনি আরও বলেন, আমরা চাই দেশের হোস্টিং কোম্পানিগুলো আন্তর্জাতিক মানের সঙ্গে খাপ খাইয়ে দেশের ডিজিটাল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সামিটে অংশগ্রহণকারীরা বাস্তবসম্মত কর্মপরিকল্পনা ও উন্নয়ন নীতি গ্রহণ করবেন।

উদ্যোক্তা ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে হোস্টিং শিল্পে আগামী বছরগুলোতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। দেশীয় হোস্টিং প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারে, যদি নিরাপত্তা, অবকাঠামো এবং প্রযুক্তি দক্ষতা উন্নয়নে মনোযোগ দেওয়া হয়। সামিটের মাধ্যমে শুধু আলোচনা নয়; সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ও দৃঢ় হবে, যা দেশের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম