ফেসবুক ভিডিও ফিচারে আসছে বড় পরিবর্তন
আইটি ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৯:৩২ এএম
ছবি : সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ফেসবুকের ভিডিও ফিচারে বড় পরিবর্তন আনছে মেটা। শিগ্গির প্ল্যাটফর্মটির
‘ভিডিও’ বিভাগ পুরোপুরি রূপ নেবে ‘রিলসে’। অর্থাৎ, যত দীর্ঘই হোক না কেন, ফেসবুকে আপলোড
করা সব ভিডিও এখন থেকে ‘রিলস’ হিসাবে বিবেচিত হবে।
আগে ব্যবহারকারীরা সিদ্ধান্ত নিতে পারতেন তারা ভিডিওটি ‘রিল’ হিসাবে
পোস্ট করবেন নাকি সাধারণ ভিডিও হিসাবে। নতুন পরিবর্তনের ফলে আর সেই বিভাজনের প্রয়োজন
পড়বে না।
প্রযুক্তি বিষয়ক সাইট এনগেজেট জানায়, এ পরিবর্তন নির্মাতা ও ব্যবহারকারীদের
জন্য ভিডিও শেয়ারের প্রক্রিয়াটিকে সহজ করবে। প্রাথমিকভাবে রিলসের সীমা ছিল ১ মিনিট।
পরবর্তীতে ইনস্টাগ্রামে এ সীমা ৩ মিনিটে পৌঁছায়। আর ফেসবুকে নতুন নিয়ম অনুযায়ী রিলসের
কোনো নির্দিষ্ট দৈর্ঘ্যসীমা থাকছে না।
মেটার ভাষায়, ৩০ সেকেন্ডের উল্লম্ব ক্লিপ হোক বা ২০ মিনিটের ভূ-সমান্তরাল
ভিডিও সবই এখন রিলস। তবে এ সিদ্ধান্তে কিছু বিভ্রান্তি দেখা দিতে পারে। কারণ, বহু ব্যবহারকারী
এখনো ‘রিলস’ বলতে ছোট ভিডিওকেই বোঝেন। পাশাপাশি, প্রাইভেসি ইস্যুও গুরুত্বপূর্ণ রিলস
সাধারণত পাবলিক পোস্ট হয়, কিন্তু অনেক ব্যবহারকারী ব্যক্তিগত ভিডিও শুধু বন্ধুদের সঙ্গেই
ভাগাভাগি করতে চান।
এ দিক বিবেচনায়, মেটা জানায় পরিবর্তন কার্যকর হওয়ার সময় ব্যবহারকারীদের
প্রাইভেসি সেটিং আবারও যাচাই করতে বলা হবে। আগামী কয়েক মাসে ধাপে ধাপে এ পরিবর্তন আসবে।
ফলে ব্যবহারকারীদের হাতে নতুন ফরম্যাটের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ থাকবে। ফেইসবুকের
ভিডিও ব্যবহারে এটি হতে পারে এক নতুন যুগের সূচনা।
