Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

কাজের চাপ কাউকে মেসেজ দেওয়ার কথা ভুলে যাচ্ছেন? সমাধান আনছে ইনস্টাগ্রাম

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৩:০১ পিএম

কাজের চাপ কাউকে মেসেজ দেওয়ার কথা ভুলে যাচ্ছেন? সমাধান আনছে ইনস্টাগ্রাম

বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক মাধ্যম হচ্ছে ইনস্টাগ্রাম। এ সময় বিশ্বজুড়ে কোটি কোটি সব বয়সি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করে আসছে। রিলস ও ছোট ছোট ভিডিওর কারণে এ প্ল্যাটফর্মের জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। ব্যবহারকারীদের কথা ভেবে নতুন নতুন সব ফিচার নিয়ে আসছে অ্যাপটি।

এবার সরাসরি মেসেজে একাধিক পরিবর্তন এনেছে সংস্থাটি। এর ফলে চ্যাটিং আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে। এখন ইনস্টাগ্রামে মেসেজ শিডিউলও করতে পারবেন ব্যবহারকারীরা।

ধরুন, রাতে কাউকে মেসেজ করার কথা। কিন্তু কাজের চাপে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এখন আর ভাবতে হবে না এ নিয়ে। এবার থেকে ইনস্টাগ্রামে মেসেজ শিডিউল করতে পারবেন আপনিও।

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে ইনস্টাগ্রামে মেসেজ শিডিউল করা যায়—

>> ইনস্টাগ্রাম অ্যাপটি আপনার ফোনে অন করুন। এরপর আপনি যে অ্যাকাউন্ট থেকে বার্তাটি নির্ধারণ করতে চান, সেই অ্যাকাউন্টে লগইন করুন। এরপর  আপনার মেসেজের ইনবক্স খুলে ফেলুন। এবার ট্যাপ করে মেসেজ লিখুন। আপনি যে ইনপুট বক্সে টেক্সট মেসেজটি পাঠাতে চান, তা টাইপ করুন। এরপর সেন্ড বোতামটি চাপুন এবং ধরে রাখুন।

এবার একটি সময়সূচি মেন্যু প্রদর্শিত হবে। বার্তাটি পাঠানোর জন্য পছন্দসই তারিখ ও সময় নির্বাচন করুন। আপনার নির্ধারিত বার্তাটি চূড়ান্ত করতে ফাইনালাইজড অপশনে ট্যাপ করুন।

এরপর একবার নির্ধারিত হয়ে গেলে, আপনি কথোপকথনে একটি বিজ্ঞপ্তি দেখতে পাবেন। সেটি নিশ্চিত করে যে বার্তাটি নির্দিষ্ট সময়ে বিতরণের জন্য তালিকায় রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম