Logo
Logo
×

বাংলার মুখ

হালুয়াঘাটে স্বজনদের মিলনমেলা

Icon

হালুয়াঘাট, ধোবাউড়া ও গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহের হালুয়াঘাটে তিন উপজেলার স্বজনদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বাল্যবিবাহবিরোধী প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের ১৭তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার এ মিলনমেলার আয়োজন করা হয়। এতে অংশ নেন গৌরীপুর, হালুয়াঘাট ও ধোবাউড়ার শতাধিক স্বজন। অনুষ্ঠানের উদ্বোধন করেন গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।

শুভ সুন্দর কল্যাণকর কাজে স্বজন-এ স্লোগানে অনুষ্ঠিত মিলনমেলার শুরুতে বক্তৃতা করেন হালুয়াঘাট যুগান্তর প্রতিনিধি মো. হাতেম আলী ও ধোবাউড়ার প্রতিনিধি মো. আবুল হাসেম। গৌরীপুর স্বজন সমাবেশের বর্ষব্যাপী কার্যপরিকল্পনা ও করণীয় বিষয়ে বক্তব্য তুলে ধরেন উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। অনুষ্ঠানে সহযোগিতা করেন গাবরাখালী গারো পর্যটন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. নিজাম উদ্দিন। সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। বিশেষ অতিথির বক্তব্য দেন হালুয়াঘাট স্বজন সমাবেশের উপদেষ্টা উম্মে সালমা বেগম, ধোবাউড়া স্বজন সমাবেশের প্রধান উপদেষ্টা শওকত উসমান, সাবেক কাউন্সিলর মো. আব্দুল কাদির, মো. মোখলেছ উদ্দিন, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোখলেছুর রহমান, পূর্ব ভালুকার পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার ফারাহ্ দিবা, বালুয়াপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনা সফিনাজ লাবণী, সাংবাদিক রাকিবুল ইসলাম রাকিব, মোস্তাফিজুর রহমান বুরহান, শফিকুল ইসলাম অপু, ব্যবসায়ী মো. নজরুল ইসলাম খান মিন্টু, ধোবাউড়া স্বজন সমাবেশের সভাপতি জেসমিন মৃধা, মো. সাহাবুল আলম, সার্ডের ম্যানেজার আব্দুল বাছেদ প্রমুখ। সংগীত পরিবেশন করেন হালুয়াঘাট স্বজন সমাবেশের প্রিয়ন্তী ঘোষ, নিথুরী রিছিল, লোটাস দত্ত, গৌরীপুরের স্বজন শিল্পী গোপা দাস, আমিরুল মোমেনীনসহ অনেকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম