|
ফলো করুন |
|
|---|---|
নানা আয়োজনে সনাতন ধর্মালম্বীদের দোল পূর্ণিমা উদযাপিত হয়েছে। এ সময় সবাই আবির খেলায় মেতে উঠে। মন্দিরে পূজা ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর-
ভোলা : ভগবান শ্রী চেতন্যদেবের ৫৩৬তম আবির্ভাব দিবস ও রাধা কৃষ্ণের দোল যাত্রা উৎসব শনিবার মহা-প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে। উৎসবকে ঘিরে ইসকন মন্দিরে ছিল নানা আয়োজন। ভগবানের পায়ে আবির ছিটিয়ে দোলযাত্রা শুরু হয়। উৎসবে ভক্তদের ঢল নামে। দোল-যাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এদিকে উৎসব পালনে ইসকন মন্দিরের আয়োজনে শুক্রবার ভোরে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। দিনটিতে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওলাদার, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, মদরমোহন মন্দিও কমিটির সম্পাদক বিপ্লব পাল কানাই।
গৌরীপুর (ময়মনসিংহ) : গৌরীপুরে শুক্রবার শহরের বাগানবাড়ি, গোবিন্দবাড়ি জিউর মন্দির, কালিখলা বাজাররক্ষা কালী মন্দির, দূর্গাবাড়ি মন্দির প্রাঙ্গণে ও সনাতন ধর্মালম্বীদের প্রতিটি ঘরে ঘরে ছিল দোল পূর্ণিমা উৎসব। এ উপলক্ষ্যে গোবিন্দ জিউর মন্দিরে পূজা অর্চনা, ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। মন্দিরগুলোতে ছিল সব বয়সের মানুষের মাঝে রাধা-কৃষ্ণের আবিরে রাঙিয়ে চলে হোলি উৎসব। শত বছরের ঐতিহ্য গোবিন্দবাড়ি জিউর মন্দিরে থেকে প্রতিবছর দোলযাত্রা ও অন্যান্য অনুষ্ঠান হয়ে আসছে বলে জানান পূজা কমিটির সম্পাদক স্বপন জানান, আমরা প্রার্থনা করি ‘করোনা’ মহামারি থেকে আমাদের দেশ মুক্ত থাকুক। পুজারি গোপা দাস জানান, ঠাকুরের কাছে মঙ্গলময় জীবনের প্রার্থনায় আমরা আজকে হোলি উৎসবে মিলিত হয়েছি।
আগৈলঝাড়া (বরিশাল) : আগৈলঝাড়ায় দোলযাত্রা উৎসবে আবির খেলায় মেতে উঠেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। শুক্রবার সকাল থেকে উপজেলার ৫টি ইউনিয়নের সনাতন ধর্মীয় সব বয়সের ছেলে-মেয়ে থেকে শুরু করে সব বয়সের লোকজন এই খেলায় মেতে উঠেছিল।
চুনারুঘাট (হবিগঞ্জ) : দোল পূজা কিংবা হোলি, চা বাগানে লাল পূজা হিসাবে পরিচিত। শুক্রবার থেকে নেচে-গেয়ে কাদা ছোড়াছুড়ির মধ্যদিয়ে শুরু হয় এ উৎসব। শনিবার থেকে শুরু হয়েছে রং আর আবির মেখে বাড়ি বাড়ি ঘুরে বেড়ানো। চা শ্রমিকরা মেতে উঠেছে এ উৎসবে। শুক্রবার সকালে উপজেলা নালুয়া চা বাগানের ধমধমিয়া লেক থেকে নালুয়া উন্নয়ন যুব সংঘের উদ্যোগ দোলপূজার শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এবং বিকালে শুরু হয় রং পূজা। এতে কয়েকটি বাগানের চা জনগোষ্ঠীর লোকজন অংশ নেয়।
