‘ক্রিকেট-ফুটবল ছাড়া অন্য খেলার খবরও চাই’
ওমর ফারুক রুবেল
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
২২ পেরিয়ে ২৩-এ যুগান্তর। দেশের প্রত্যন্ত অঞ্চলের খেলার খবর যুগান্তরে পান ক্রীড়াপ্রেমীরা। যুগান্তরের জন্মদিনে শুভেচ্ছা জানালেন ক্রীড়াবিদরাও।
নাবিব নেওয়াজ জীবন, জাতীয় ফুটবল দলের ফরোয়ার্ড
যুগান্তর বাংলাদেশের প্রথম সারির পত্রিকা। খেলাধুলার সব খবর পাই এই পত্রিকায়। যুগ যুগ ধরে যুগান্তর থাকুক আমাদের মাঝে, এই শুভ কামনা করি। শুভ জন্মদিন, দৈনিক যুগান্তর।
রোমান সানা, সোনাজয়ী আরচার
সবসময় ক্রীড়াবিদদের পাশে থাকে যুগান্তর। এই পত্রিকায় ইতিবাচক খবর পাই। আশা করি, আগামীতেও যুগান্তর আমাদের সঙ্গে থাকবে। যুগান্তরের সবাইকে শুভ কামনা।
হুমায়রা আক্তার অন্তরা, স্বর্ণজয়ী কারাতেকা
অনেক শুভেচ্ছা যুগান্তরের জন্য। আমার বেশিরভাগ খবর যুগান্তরেই পেয়েছি। এভাবেই যেন সবসময় ক্রীড়াবিদদের পাশে থেকে এগিয়ে যায় যুগান্তর।
রাসেল মাহমুদ জিমি, জাতীয় হকি খেলোয়াড়
২৩ বছরে পদার্পণ করল যুগান্তর, খুব ভালো খবর। দেশের প্রথম সারির দৈনিক পত্রিকাকে জন্মদিনে অনেক শুভেচ্ছা। আগামীতেও আমাদের খবর প্রাধান্য পাবে আশা করি। শুভ কামনা।
মরজিনা আক্তার, স্বর্ণজয়ী উশুকা
সব খেলার খবর পাই যুগান্তরে। উশুর সবচেয়ে বেশি খবর ছাপা হয়। যুগান্তরই পড়া হয় বেশি। ২৩ বছরে পদার্পণ করল যুগান্তর। আশা করি, আগামীতেও আমাদের আরও বেশি খবর থাকবে। শুভ কামনা যুগান্তরের সবার জন্য।
শিরিন আক্তার, সাবেক দ্রুততম মানবী
আমার অন্যতম প্রিয় পত্রিকা যুগান্তর ২২ পেরিয়ে ২৩ বছরে পদার্পণ করল। নতুন বছরে আরও এগিয়ে যাবে যুগান্তর। আমাদের আরও খবর থাকবে আশা করি।
ফাতেমা মুজিব, স্বর্ণজয়ী ফেন্সিং খেলোয়াড়
আমার পছন্দের হাতেগোনা দুএকটি পত্রিকার অন্যতম যুগান্তর। খেলার খবর অনেক বেশি পাই এখানে। ক্রিকেট ও ফুটবলের বাইরেও অনেক খেলা রয়েছে। সেসব খেলার যেন আরও বেশি খবর থাকে। শুভেচ্ছা।
দিপু চাকমা, স্বর্ণজয়ী তায়কোয়ান্দোকা
অনেক শুভেচ্ছা যুগান্তরকে। খেলাধুলার সব খবর থাকে এই পত্রিকায়। আগামীতেও এই ধারা অব্যাহত থাকুক। আন্তরিক অভিনন্দন ও অনেক শুভ কামনা।
