Logo
Logo
×

খেলা

শিহাবের লক্ষ্য ভালো খেলা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নারায়ণঞ্জে স্কুল ক্রিকেটের ফাইনালে পাঁচ উইকেট নিয়ে রংপুর শিশু নিকেতনকে শিরোপা জিতিয়েছে অধিনায়ক শাইখ ইমতিয়াজ শিহাব। ফাইনালসেরার সঙ্গে এই লেগ-স্পিনার জিতেছে টুর্নামেন্টসেরার পুরস্কারও। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের হয়ে এই কিশোর সোমবার গেল ভারত সফরে। ভারতে তারা আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে দুটি তিনদিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে। সব ম্যাচ হবে গুয়াহাটিতে। ১৫ জুলাই বিকেএসপিতে শুরু হয় অনূর্ধ্ব-১৬ দলের ক্যাম্প। ভালো করতে পারলে অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পাওয়া যেতে পারে এটা জানা আছে শিহাবের। তার ভাষায়, ‘অনূর্ধ্ব-১৬ এর পরই অনূর্ধ্ব-১৯। আমি নিজেকে সেভাবে প্রস্তুত করতে চাই। নিজের পারফরম্যান্স দিয়ে যেন পরের ধাপে জায়গা নিশ্চিত করতে পারি। ব্যাটিং-বোলিংয়ে নিজের খেলায় আরও উন্নতির লক্ষ্যে অনুশীলন করছি। এখন মাঠে ভালো খেলার চেষ্টা থাকবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম