একাকিত্ব ঘুচাতে জঙ্গলে যাওয়ার পরামর্শ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
একাকিত্ব থেকে মুক্তি পেতে বন-জঙ্গলে যাওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা। নতুন এক গবেষণা মতে, একাকিত্ব জনস্বাস্থ্যের জন্য চরম উদ্বেগের। এতে মানুষের মৃত্যুঝুঁকি ৪৫ শতাংশ বেড়ে যায় যা বায়ুদূষণ, বিষণ্নতা এবং অ্যালকোহল গ্রহণের কারণে সৃষ্ট ঝুঁকির চেয়ে বেশি। বিজ্ঞানীরা জানিয়েছেন, নগরে প্রকৃতির সংস্পর্শে থাকলে একাকিত্বের অনুভূতি কমে। গার্ডিয়ান জানিয়েছে, একাকিত্বের ওপর পরিবেশের প্রভাব নিয়ে পরিচালিত গবেষণা এটাই প্রথম। স্মার্টফোন অ্যাপের মাধ্যমে রিয়েল-টাইম তথ্য সংগ্রহ করে গবেষণাটি পরিচালনা করা হয়েছে। দ্য গার্ডিয়ান।
