Logo
Logo
×

টিউটোরিয়াল

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

Icon

জেসমিন আক্তার

প্রকাশ: ০৬ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সহকারী শিক্ষক, ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কম্পিউটার নেটওয়ার্ক

১। একসঙ্গে কয়েকটি কম্পিউটার জুড়ে দিয়ে তথ্য আদান প্রদানকে কী বলে? উত্তর : কম্পিউটার নেটওয়ার্ক।

২। সত্যিকারের নেটওয়ার্কে কতটি কম্পিউটার থাকে?

উত্তর : অসংখ্য কম্পিউটার।

৩। নেটওয়ার্কের জন্য কমপক্ষে কয়টি কম্পিউটার লাগে? উত্তর : দুইটি।

৪। সার্ভার মূলত কী করে? উত্তর : নেটওয়ার্ককে ঝবৎা বা সেবা করে।

৫। সার্ভার হতে যে সেবা নেয় তাকে কী বলে? উত্তর : ক্লায়েন্ট।

৬। ‘কম্পিউটার থেকে নেটওয়ার্ক ব্যবহার করে ই-মেইল পাঠানো হল’, এক্ষেত্রে কম্পিউটারটি হবে- উত্তর : ক্লায়েন্ট।

৭। যে জিনিস ব্যবহার করে কম্পিউটারগুলোকে জুড়ে দেয়া হয় তাকে কী বলে? উত্তর : মিডিয়া।

৮। ‘বৈদ্যুতিক তার’ এক ধরনের- উত্তর : মিডিয়া।

৯। কোনটি মিডিয়া- উত্তর : অপটিক্যাল ফাইবার।

১০। ঘওঈ কী? উত্তর : নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড।

১১। ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যেসব সুযোগ-সুবিধা দেয়া হয় তার সবই হল- উত্তর : রিসোর্স।

১২। প্রিন্টার এক ধরনের- উত্তর : রিসোর্স।

১৩। যে ক্লায়েন্ট সার্ভার থেকে রিসোর্স ব্যবহার করে সে হল- উত্তর : ইউজার বা ব্যবহারকারী।

১৪ নেটওয়ার্কে কম্পিউটার যুক্ত করার নিয়মকে কী বলে? উত্তর : প্রটোকল।

১৫। নেটওয়ার্কিং-এ কম্পিউটার জুড়ে দেয়ার বিভিন্ন পদ্ধতিকে কী বলা হয়? উত্তর : নেটওয়ার্ক টপোলজি।

১৬। সবচেয়ে সহজ টপোলজি কোনটি? উত্তর : বাস টপোলজি।

১৭। বাস টপোলজিতে কার সঙ্গে সবগুলো কম্পিউটারকে জুড়ে দেয়া হয়?

উত্তর : মূল ব্যাক বোন বা মূল লাইনের সঙ্গে।

১৮। গোলাকার বৃত্তের মতো যে টপোলজি তাকে বলে- উত্তর : রিং টপোলজি।

১৯। একজনের কাছে প্রেরিত তথ্য সবার কাছে যায়-

উত্তর : বাস টপোলজিতে।

২০। কেন্দ্রীয় হাবের সঙ্গে যুক্ত থাকে সব কম্পিউটার কোন টপোলজিতে?

উত্তর : স্টার টপোলজি।

২১। তুলনামূলকভাবে সহজ ও দ্রুত তৈরি করা যায় কোন টপোলজি?

উত্তরার : স্টার টপোলজি।

২২। স্টার টপোলজির কোনটি নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে?

উত্তর : কেন্দ্রীয় হাব।

২৩। অনেকগুলো স্টার টপোলজি একত্রে যে-টি হয়- উত্তর : ট্রি টপোলজি।

২৪। একাধিক পথ যুক্ত থাকে কোন টপোলজিতে?

উত্তর : মেশ টপোলজি।

২৫। নেটওয়ার্কের সবগুলো কম্পিউটার সরাসরি সব কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে-

উত্তর : কমপ্লিট মেশ টপোলজিতে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম