তৃপ্তি দিমরি
তৃপ্তি দিমরি বলিউডের একজন প্রতিভাবান অভিনেত্রী, যিনি তার অভিনয়ের গভীরতা ও সৌন্দর্যের জন্য অল্প সময়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। “লায়লা মজনু”, “বুলবুল” ও “কালা” সিনেমায় তৃপ্তির সাবলীল ও আবেগপ্রবণ অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গার “অ্যানিমেল” ছবিতে রণবীর কাপুরের সঙ্গে খোলামেলা দৃশ্যে অভিনয়ের পর।
