পারমাণবিক স্থাপনা
পারমাণবিক স্থাপনা হলো একটি দেশের পারমাণবিক শক্তি উৎপাদন, গবেষণা ও চিকিৎসা খাতে ব্যবহৃত উচ্চ প্রযুক্তির কেন্দ্র। বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে নিরাপদ ও টেকসই বিদ্যুৎ উৎপাদনে বড় অগ্রগতি হয়েছে। এসব স্থাপনায় আধুনিক সুরক্ষা ব্যবস্থা, আন্তর্জাতিক মানের প্রযুক্তি এবং দক্ষ মানবসম্পদ ব্যবহৃত হয়, যা জ্বালানি নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বজুড়ে পারমাণবিক স্থাপনা পরিবেশবান্ধব ও স্বল্প কার্বন নির্গমন প্রযুক্তি হিসেবে ভবিষ্যৎ শক্তির অন্যতম প্রধান উৎস হিসেবে বিবেচিত হচ্ছে।
