সামরিক মহড়া
সামরিক মহড়া হলো একটি সুসংগঠিত প্রতিরক্ষা অনুশীলন, যেখানে সেনা, নৌ ও বিমান বাহিনী তাদের কৌশল, যুদ্ধ প্রস্তুতি, ও পারস্পরিক সমন্বয় যাচাই করে। এই মহড়ার উদ্দেশ্য হচ্ছে জাতীয় নিরাপত্তা জোরদার করা, সৈনিকদের বাস্তব অভিজ্ঞতা প্রদান এবং প্রয়োজনের সময় দ্রুত ও সঠিক পদক্ষেপ নিতে সক্ষম করে তোলা।
সামরিক মহড়া হতে পারে দেশীয় (Intra-national) অথবা আন্তর্জাতিক (Joint or Multinational Exercise), যেখানে একাধিক দেশ একসাথে অংশগ্রহণ করে কৌশলগত সহযোগিতা গড়ে তোলে।
