সেন্ট মার্টিন
সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যা বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব অংশে অবস্থিত। নীল সমুদ্র, রঙিন প্রবাল, সাদা বালির সৈকত ও সূর্যাস্তের অপরূপ দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। দ্বীপটির প্রাকৃতিক জীববৈচিত্র্য, নারিকেলবন ও সামুদ্রিক মাছ এখানকার প্রধান আকর্ষণ। নিরিবিলি পরিবেশ ও শান্ত প্রকৃতির কারণে সেন্ট মার্টিন দ্বীপকে বাংলাদেশের “ট্রপিক্যাল প্যারাডাইস” বলা হয়।
