ফিলিস্তিনি
ফিলিস্তিনিরা মধ্যপ্রাচ্যের এক সংগ্রামী জাতি, যারা দীর্ঘদিন ধরে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। পশ্চিম তীর, গাজা উপত্যকা ও জেরুজালেম নিয়ে চলমান দ্বন্দ্বে ফিলিস্তিনিরা রাজনৈতিক নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘন ও দখলদারিত্বের বিরুদ্ধে লড়ছে। বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠন ও বহু দেশ এই সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে আসছে।
