বিজয়া দশমী
বিজয়া দশমী হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার শেষ দিন, যেদিন দেবী দুর্গার বিজয় আর অসুরের পরাজয়ের প্রতীক হিসেবে পূজা সম্পন্ন হয়। এই দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্তি ঘটে দেবীপক্ষের। সারা দেশে ভক্তরা আনন্দ-অশ্রুতে বিদায় জানান দেবী দুর্গাকে, আর শুভ শক্তির জয়গান করেন। বিজয়া দশমী শুধু ধর্মীয় আচার নয়, বরং এটি সামাজিক সৌহার্দ্য, সম্প্রীতি এবং সংস্কৃতির মিলনমেলা হিসেবেও পরিচিত।
