মেক্সিকো
মেক্সিকো একটি বৈচিত্র্যময় দেশ, যেখানে প্রাচীন মায়া ও অ্যাজটেক সভ্যতার ছাপ এখনও বর্তমান। সমুদ্রতট, মরুভূমি, পাহাড় আর রঙিন সংস্কৃতিতে ভরপুর এই দেশটি শুধু পর্যটকদের নয়, ইতিহাসপ্রেমী, ফুড লাভার এবং সংস্কৃতি অনুরাগীদের কাছেও অন্যতম গন্তব্য। টাকো, মারিয়াচি মিউজিক, দিয়া দে লোস মুয়ের্তোস-এর মতো উৎসব এবং ঐতিহাসিক স্থাপনা মেক্সিকোকে করে তোলে বিশ্ব পর্যটনের জন্য একটি স্বপ্নের স্থান।
আরও পড়ুন
