সাইবার হ্যাকিং
সাইবার হ্যাকিং হলো অননুমোদিতভাবে কম্পিউটার নেটওয়ার্ক, সার্ভার বা ব্যক্তিগত ডিভাইসে প্রবেশ করার মাধ্যমে তথ্য চুরি, তথ্য বিকৃতি বা ক্ষতিসাধনের একটি ডিজিটাল অপরাধ। আধুনিক বিশ্বে রাষ্ট্রীয় সংস্থা, ব্যাংক, প্রযুক্তি প্রতিষ্ঠান এমনকি ব্যক্তিগত ব্যবহারকারীরাও সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে। ফিশিং, র্যানসমওয়্যার, ম্যালওয়্যার, DDoS অ্যাটাক ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং—এগুলো হ্যাকিংয়ের সাধারণ কৌশল।
