সিআইডি
সিআইডি (CID) বা অপরাধ তদন্ত বিভাগ হলো বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত সংস্থা, যা জটিল ও গুরুত্বপূর্ণ অপরাধের তদন্তে নির্ভরযোগ্য ভূমিকা রাখে। খুন, জালিয়াতি, সাইবার অপরাধ, দুর্নীতি, অর্থ পাচার ও বিস্ফোরণসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ মামলার তদন্ত পরিচালনা করে থাকে সিআইডি। আধুনিক ফরেনসিক প্রযুক্তি, ডিজিটাল ডেটা বিশ্লেষণ ও বিশেষজ্ঞ টিমের মাধ্যমে সংস্থাটি অপরাধের প্রকৃত কারণ ও অপরাধীদের শনাক্ত করতে সক্ষম। জনসুরক্ষা ও বিচার নিশ্চিতে সিআইডির কার্যক্রম প্রতিনিয়ত গুরুত্ব পাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি আজ বাংলাদেশের অপরাধ দমনের অন্যতম স্তম্ভ।
