Logo
Logo
×

আনন্দ নগর

হ্যালো...

যুগের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হবে

জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। প্রায় দুই দশক আগে সংগীত প্রতিযোগিতার মাধ্যমে গানের ভুবনে যাত্রা শুরু করা এ সংগীতশিল্পী এখনো গান করছেন নিয়মিত। পাশাপাশি দেশ-বিদেশের স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন। সম্প্রতি লম্বা বিরতির পর সিনেমায় তার কণ্ঠে গান শ্রোতারা শুনতে পেয়েছেন। এ প্রসঙ্গ ও বর্তমান ব্যস্ততা নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।

Icon

রিয়েল তন্ময়

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যুগের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হবে

* দীর্ঘ বিরতির পর সিনেমার গানে আপনাকে পাওয়া গেল। কেমন সাড়া পাচ্ছেন?

** হ্যাঁ, অনেক বছর পর ‘নন্দিনী’ নামে একটি সিনেমায় আমার গান প্রকাশ পেয়েছে। এটিও পাঁচ বছর আগেই গাওয়া। সিনেমাটি গত মাসে রিলিজ পেয়েছে। যারা গানটি শুনেছেন তারা ভালো বলছেন, প্রসংশা করছেন। আমার কাছেও ভালো লাগছে। এখন তো সিনেমায় আর গাওয়া হয় না বললেই চলে।

* সিনেমায় গান কম করার কারণ কী?

** আসলে আমার কাছে সেভাবে প্রস্তাব আসে না। এ জন্যই হয়তো সিনেমার গান কম আমার। তা ছাড়া বর্তমানে যারা সংগীত পরিচালক হিসাবে কাজ করছেন তাদের সঙ্গে আমার খুব বেশি যোগাযোগ নেই। ক্যারিয়ারে ত্রিশের অধিক সিনেমার গান করেছি। আমি ফোক গান বেশি করি, কিন্তু দেখা যায় সিনেমায় এখন ফোক গানগুলো গাইছেন আধুনিক গানের শিল্পীরা। এসব গানের প্রস্তাব আমাদের কাছে আসতে পারত। তবে এ নিয়ে আমার কোনো অভিযোগ বা কষ্ট নেই। সিনেমায় গান না করলেও, একক গান স্টেজ শো নিয়েই ব্যস্ত আছি। নিয়মিত গান প্রকাশ করতে পারছি, শ্রোতাদের ভালোবাসা পাচ্ছি, এটিই আমার প্রাপ্তি।

* শোনার পাশাপাশি এখন গান দেখারও রীতি চলছে। বিষয়টি কীভাবে দেখছেন?

** যুগের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হবে। পরিবর্তনের যুগে আমরাও অনেক পরিবর্তন হয়েছি। সবকিছুই এখন হাতের নাগালে। ডিজিটাল হয়েছে সবকিছু, এগুলো আমাদের জন্য ভালোই হয়েছে। তবে এর নেগেটিভ দিকও আছে। পুরোটাই আসলে নির্ভর করে আমাদের ব্যবহারের ওপর।

* গানের ভিউ দিয়ে শিল্পীর বিচার, এ বিষয়টিকে কতটা সমর্থন করেন?

** এটাকে আমি কখনোই সমর্থন করি না। এভাবে কখনোই বিচার করা যাবে না। ভিউয়ের কথা বললে বুস্টিংয়ের বিষয়টিও কিন্তু চলে আসে। আপনি একটি কমন গান গাইলেন এবং আপনার টাকা আছে, আপনি ৫০ লাখ টাকা বুস্টিং করে সুপার হিট হয়ে যেতে পারবেন। এটা হয়ে তো লাভ নেই। এটার মানে তো এই নয় যে, আপনি ভালো শিল্পী হয়ে গেলেন। সেটা কয়েক বছর পর আর থাকবে না। কিন্তু একটি ভালো গান দর্শক হৃদয়ে গেঁথে গেলে তা যুগ যুগ বেঁচে থাকে।

* বর্তমান ব্যস্ততা কী নিয়ে?

** প্রতিনিয়ত নতুন নতুন গান প্রকাশ করছি। শিল্পী হিসাবে নতুন মৌলিক গান প্রকাশেও আমি আমার ধারাবাহিকতা রাখার চেষ্টা করি। নতুন কিছু গান তৈরি আছে। সামনে সেগুলো একে একে প্রকাশ পাবে। এ ছাড়া নিজের ইউটিউব চ্যানেলেও গান প্রকাশ করছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম