দিলারা জামানের সঙ্গে নাটকে মুনমুন
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামানের সঙ্গে একই নাটকে অভিনয় করেছেন বর্তমান প্রজন্মের মুনমুন আহমেদ মুন। নাটকের নাম ‘দাদীর ভাগ’। এটি একটি সাত পর্বের ধারাবাহিক। গল্প ভাবনা অভিনেতা জামিল হোসেনের। রচনা করেছেন বিদ্যুৎ রায়, পরিচালনা করেছেন মাহফুজ ইসলাম। নাটকটি প্রচার হবে ‘জামিল’র জু’ ইউটিউবে চ্যানেলে। এতে মুনমুন আহমেদ মুনের বিপরীতে অভিনয় করেছেন জামিল হোসেন। তারা দুজনই দিলারা জামানের নাতনি-নাতির চরিত্রে অভিনয় করেছেন। নাটকটি অভিনয় প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘এর গল্প খুব সুন্দর। কাজটা করেও ভীষণ ভালো লেগেছে।’ মুন বলেন, ‘শ্রদ্ধেয় দিলারা জামান আন্টি আমাদের বাংলাদেশের নাটক-সিনেমার গর্ব। আমার ভীষণ ইচ্ছে ছিল তার সঙ্গে অভিনয় করার। জামিল হোসেনের কারণেই সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত তার সঙ্গে কাজ করে।’
