Logo
Logo
×

আনন্দ নগর

প্রথমবার ন্যান্সি ও ইমন খান

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রথমবার ন্যান্সি ও ইমন খান

ন্যান্সি ও ইমন খান

প্রথমবার একসঙ্গে গান গাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সি ও ইমন খান। গানের শিরোনাম ‘তোমার চোখে কি যে মায়া’। এর কথা লিখেছেন সালাউদ্দিন সাগর এবং সুর-সংগীত করেছেন ফরহাদ। এরই মধ্যে রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ন্যান্সির সঙ্গে প্রথম গানের অনুভূতি ব্যক্ত করে ইমন বলেন, ‘ন্যান্সি আপা শুধু নন্দিত গায়িকাই নন, অসাধারণ একজন মানুষও বটে। তার সঙ্গে কাজ করতে গিয়ে বিষয়টি উপলব্ধি করলাম। মনের মধ্যে অন্যরকম এক অনুভূতি কাজ করছিল। গানের কথাগুলোও বেশ সুন্দর। অচিরেই মিউজিক ভিডিওসহ গানটি প্রকাশিত হবে। আমার বিশ্বাস, গানটি সবার ভালো লাগবে।’ ন্যান্সি বলেন, ‘সুন্দর কথা ও সুরে একটি গানের রেকর্ডিং শেষ করলাম। ইমনও ভালো গায় ও গেয়েছে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’ এদিকে বর্তমানে ন্যান্সির গান নিয়ে রয়েছে ব্যস্ততা। নতুন আরও কিছু গান আসবে বলেও জানিয়েছেন তিনি। ইমন খানও বিভিন্ন কোম্পানির একাধিক গান নিয়ে ব্যস্ত রয়েছেন। গত দুই মাসে ভয়েস দিয়েছেন ১৫০টিরও বেশি গানে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম