Logo
Logo
×

আনন্দ নগর

শুরু হয়েছে কনসার্টের মৌসুম

কনসার্ট মানেই তারুণ্যের উন্মাদনা। উন্মুক্ত মঞ্চের কনসার্টের সবচেয়ে ব্যস্ততম মৌসুম হচ্ছে শীতকাল। বিশেষ করে বাংলাদেশে নভেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কনসার্টের মৌসুম ধরা হয়। তাই এ সময়টা মিউজিক্যাল ব্যান্ডগুলোর ব্যস্ততা বেড়ে যায়। গত বছর এ মৌসুমে ব্যস্ততা তেমন একটা না থাকলেও চলতি বছর নভেম্বরের শুরু থেকেই দলগুলো ব্যস্ত হয়ে পড়েছে কনসার্ট নিয়ে। বিস্তারিত রয়েছে এ প্রতিবেদনে।

Icon

রিয়েল তন্ময়

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

খোলা মাঠের কনসার্ট মানেই যেন মাহফুজ আনাম জেমস। নগর বাউল মঞ্চে ওঠা মানেই যেন তরুণ দর্শকের মাঝে এক উন্মাদনা। দেশ-বিদেশে সারা বছরই ব্যস্ততা থাকে এ ব্যান্ডের। এরই ধারাবাহিকতায় ১৪ নভেম্বর এক কনসার্টে গান শোনাবেন জেমস। রাজধানীর কুর্মিটোলার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে কনসার্টটি। এতে জেমসের সঙ্গে মঞ্চে গাইবেন পাকিস্তানের জুনুন ব্যান্ডের শিল্পী আলি আজমত। ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্টের সূত্র ধরে প্রথমবার একমঞ্চে মিলতে যাচ্ছেন দুই রকতারকা। এ কনসার্ট নিয়ে এরই মধ্যে উচ্ছ্বাসে মেতেছেন সংগীতপ্রেমীরা। শ্রোতা-দর্শকরা নির্দিষ্ট মূল্যের টিকিট কেটে এ আয়োজন উপভোগ করতে পারবেন। কনসার্ট প্রসঙ্গে জেমস এক বার্তায় বলেন, ‘১৪ নভেম্বর আবার সংগীতপ্রেমীদের সঙ্গে দেখা, গান হবে। গাইব শ্রোতাদের প্রিয় কিছু গান।’ অন্যদিকে পাকিস্তানি রকতারকা আলি আজমত ভিডিও বার্তায় ঢাকা আগমন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। জেমসের সঙ্গে একমঞ্চে পারফর্ম করার মুহূর্তটি স্মরণীয় হয়ে থাকবে বলেও আশা প্রকাশ করেছেন নন্দিত এই শিল্পী।

চলতি বছর আলি আজমত দেশ-বিদেশের মঞ্চ পারফর্ম করে আলোচনায় ছিলেন। একইভাবে জেমস ও তার ব্যান্ড ‘নগর বাউল’ সদস্যদের ব্যস্ত সময় কেটেছে বিভিন্ন দেশে আয়োজিত একাধিক কনসার্টে অংশ নেওয়ার মধ্য দিয়ে। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের দ্য গ্রেটার ফিলাডেলফিয়া এক্সপো সেন্টারে পারফর্ম করেন তিনি। ‘নগর বাউল জেমস : লাইভ ইন ফিলি’ শিরোনামে ওই কনসার্টের ঘোষণা দেওয়া হয়েছিল, টিকিট বিক্রির একটি অংশ দেওয়া বাংলাদেশে মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কল্যাণে। ফিলাডেলফিয়া ছাড়াও যুক্তরাষ্ট্রের ডালাসে আয়োজিত আরেকটি কনসার্টে পারফর্ম করেছিলেন জেমস। যুক্তরাষ্ট্র সফরের আগে এই রকতারকা অংশ নিয়েছিলেন সৌদি সরকারের আমন্ত্রণে দাম্মাম আর জেদ্দায় আয়োজিত কনসার্টে।

এদিকে বছর না ঘুরতেই আবারও ঢাকায় আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জল’। ‘সাউন্ড অব সোল’ নামের কনসার্টে অংশ নিতে চলতি মাসেই বাংলাদেশে আসবে দলটি। কনসার্টটি আয়োজক প্রতিষ্ঠান এক বিজ্ঞপ্তিতে জানায়, ২৮ নভেম্বর ঢাকার ৩০০ ফিট সংলগ্ন ‘স্বদেশ অ্যারেনা’ প্রাঙ্গণে হবে এই কনসার্ট। সেখানে জল ব্যান্ডের সঙ্গে আরও পারফর্ম করবে ব্যান্ড দল ‘ওয়ারফেজ’ ও ‘লেভেল ফাইভ’। গেল বছরের ২৮ সেপ্টেম্বর ‘লেজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টে পারফর্ম করে গিয়েছিল ব্যান্ড ‘জল’। ঢাকার পূর্বাচলের ওই ভেন্যুতেই প্রথমে কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কারণে সেখানে অনুমতি দেওয়া হয়নি। পরে রাজধানীর যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে কনসার্ট হয়। সম্প্রতি কোক স্টুডিও পাকিস্তান এবং পেপসি ব্যাটল অব দ্য ব্যান্ডসে গান গেয়ে নতুন করে দর্শকদের প্রশংসা পায় দলটি। ব্যান্ডটির বর্তমান সদস্য গওহর মুমতায, আমির আজহার ও সালমান অ্যালবার্ট। ২০১০ সালে প্রথমবার ঢাকায় এসেছিল ‘জল’।

অন্যদিকে সম্প্রতি কানাডা ট্যুর শেষে দেশে ফিরে আবারও কনসার্টে ব্যস্ত হয়েছে ‘ওয়ারফেজ’। ২৮ নভেম্বর ‘সাউন্ড অব সোল’ কনসার্টে অংশগ্রহণের আগে ২০ নভেম্বর আরও একটি কনসার্টে গান শোনাবে দলটি। ‘ঐতিহ্য সুর সিজন ২’-এর ১৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকার কলেজ সেন্ট্রাল মাঠে আয়োজিত কনসার্টের মূল আকর্ষণ হিসাবেই থাকছে দেশের রক ব্যান্ড ‘ওয়ারফেজ’। আয়োজকরা জানিয়েছেন, এটি হবে তরুণ প্রজন্মের জন্য এক অনন্য অভিজ্ঞতা, যেখানে তারা উপভোগ করতে পারবে ওয়ারফেজের সেরা গানগুলো লাইভ পরিবেশনায়। এছাড়া জনপ্রিয় এই ব্যান্ডের পথচলার চার দশক পূর্তি উপলক্ষ্যে দেশ বিদেশে নানা পরিকল্পনা সাজিয়েছে। কনসার্ট মৌসুমেও তাদের আগাম প্রস্তুতিতে ভালো সাড়া পাচ্ছে ব্যান্ডটি। ব্যান্ডের দলনেতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘এই মৌসুমে রমজান আর জাতীয় নির্বাচন রয়েছে, তাই সময়টা কম। কিন্তু এরই মধ্যে বেশ ভালো সাড়া পাচ্ছি, অন্য সময়ের তুলনায় পরিমাণ কম হলেও আমরা সন্তুষ্ট। তবে অনুমতিসহ বেশকিছু সংকট রয়েছে, এগুলো নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। নিজেরাও ওয়ারফেজের চার দশক পূর্তিতে কিছু আয়োজনের পরিকল্পনা করেছিলাম, কিন্তু এসব সংকটে এখনো পরিকল্পনা চূড়ান্ত করতে পারিনি।’

ব্যস্ততা যাচ্ছে আরেক ব্যান্ড ‘অ্যাশেজ’র। ২৩ অক্টোবর থেকেই শুরু হয়েছে তাদের ব্যস্ততা, চলবে ডিসেম্বর পর্যন্ত। ব্যান্ডের দলনেতা ও ভোকাল জুনায়েদ ইভান গণমাধ্যমে বলেন, ‘একটু চাপ যাচ্ছে, সম্প্রতি নিউইয়র্ক থেকে ফিরেছি আমরা। ফেরার পর থেকে দেশে টানা শোয়ের শিডিউল। উত্তরবঙ্গ দিয়ে শুরু হয়েছে। সারা দেশেই আয়োজন রয়েছে।’

কনসার্টে ব্যস্ত সময় পার করছে ‘শিরোনামহীন’ ব্যান্ড। বর্তমানে কানাডা সফরে রয়েছে ব্যান্ডটি। এরপর দেশে ফিরে বছরের শেষ পর্যন্ত টানা কনসার্ট রয়েছে। ব্যান্ডের ড্রামার কাজী আহমেদ শাফিন বলেন, ‘এবারের সিজন নিয়ে আমরা সন্তুষ্ট। অনেক চাপ যাচ্ছে। নভেম্বর-ডিসেম্বরে দম ফেলার ফুরসত নেই। ঢাকা, বরিশাল, বগুড়া, জয়পুরহাট, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, সাভার, কক্সবাজার, বান্দরবানসহ সারা দেশেই শো রয়েছে।’

এছাড়া দেশের প্রতিষ্ঠিত ও এই সময়ের অনেকগুলো ব্যান্ডও কনসার্টের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। পাশাপাশি শিল্পীরাও একক কনসার্ট এরই মধ্যে শুরু করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম