প্রকাশ হলো নদীর নতুন গান
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নতুন একটি গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হয়েছেন সংগীতশিল্পী মৌমিতা তাশরিন নদী। শিরোনাম ‘তুমিহীনা’। শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। এর কথা লিখেছেন নদী, হৃদয় হাসিন ও হেমা। সুর করেছেন নদী ও হৃদয় হাসিন। মিউজিক এরেঞ্জমেন্টে ছিলেন হৃদয় হাসিন। মিউজিক ভিডিও পরিচালনায় ছিলেন সোহেল রাজ। ভিডিওতে মডেল হিসাবে রয়েছে শিল্পীর উপস্থিতি। এ প্রসঙ্গে নদী বলেন, ‘গানটি আমার কাছে নানা কারণে একটু বিশেষ। বিভিন্ন কারণে আমাদের শিল্পীদের সবসময় নিজের পছন্দমতো কাজ করা হয় না। যে কারণে এবার একেবারেই আমার নিজের ভালোলাগা প্রাধান্য দিয়েই গানটি করেছি। এ কারণে কথা, সুর, মিউজিক এরেঞ্জমেন্ট থেকে শুরু করে ভিডিও নির্মাণ পর্যন্ত ব্যক্তিগতভাবে আনন্দিত নিজের ভালোলাগার একটি কাজ করতে পেরে।’
