টুকরো খবর
বিটিভির অনুষ্ঠান উপস্থাপনা করছেন ঐন্দ্রিলা
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অভিনয় দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন ঐন্দ্রিলা। এ মাধ্যমে কাজ করতেন ছোটবেলা থেকেই। পরে একসময় বিরতি নেন। বিরতির পর ২০১৭ সালে আবারও তিনি অভিনয় শুরু করেন। বছর কয়েক টানা কাজের পর এখন বলা যায় আবারও অভিনয়ে অঘোষিতভাবে বিরতিই টেনেছেন। কারণ হিসাবে বলেছেন, মনের মতো গল্প ও চরিত্র পাচ্ছেন না। তবে উপস্থাপনায় নিয়মিত হয়েছেন তিনি। এরইমধ্যে বিটিভির নিয়মিত রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘আমাদের রসুইঘর’র উপস্থাপনা করছেন তিনি। অনুষ্ঠানটি কিছুদিন আগেই বিটিভিতে প্রচার শুরু হয়েছে। এ প্রসঙ্গে ঐন্দ্রিলা বলেন, ‘এ মুহূর্তে আমাদের রসুইঘর অনুষ্ঠানটি নিয়েই ব্যস্ত আছি। যেহেতু প্রতি সপ্তাহে দুবার এ অনুষ্ঠানটি প্রচার হয়, মাসে আটটি পর্ব, তাই অনুষ্ঠানটির জন্য আমাকে বেশ সময় দিতে হয়। উপস্থাপনাটা ভীষণ স্বাচ্ছন্দ্য নিয়ে করি। আর অভিনয়ের কথা যদি বলতে হয় তাহলে বলব অবশ্যই ভালো গল্প সুন্দর চরিত্র পেলে অভিনয় করব। কারণ অভিনয় করতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এখনো অনেক ভক্ত দর্শকের কাছ থেকে অনুরোধ আসে অভিনয় করার।’ একসময় নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অনেক নাটক প্রযোজনাও করেছিলেন। উল্লেখ্য, এ অভিনেত্রী প্রয়াত অভিনেতা বুলবুল আহমেদের মেয়ে। বাবাকে নিয়ে সিনেমা নির্মাণেরও পরিকল্পনা তার রয়েছে বলে জানিয়েছেন।
