তানিয়া বৃষ্টির নজর এখন সিনেমায়
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ক্যারিয়ারের শুরুতেই ‘ঘাসফুল’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। এরপর আরও একটি সিনেমায় কাজ করেছেন। তবে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। অবশেষে নাটকেই থিতু হয়েছেন এ অভিনেত্রী। দীর্ঘ আট বছর পর আবারও বড়পর্দায় ফিরেছেন। কাজ করছেন ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমায়। পরিচালনা করছেন রায়হান খান। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমায় উঠে এসেছে ন্যায়বিচার, নৈতিকতা ও প্রতিটি রায়ের আড়ালে লুকিয়ে থাকা রাজনীতির প্রশ্ন। ফলে চরিত্রের জন্য নিতে হয়েছে বিশেষ প্রস্তুতি। শুটিংয়ের আগে টানা এক মাস রিহার্সেল করেছেন তানিয়া। তিনি বলেন, ‘নির্মাতা আমাকে যে চরিত্রটি দিয়েছেন, সেটি ফিল্ডে গিয়ে সরাসরি দেখেছি। চরিত্রের কষ্টটা বোঝার জন্য হাসপাতালে গিয়ে রোগীদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলেছি। যতটুকু সম্ভব, চেষ্টা করেছি। সিনেমাটি মুক্তির পর দর্শক বুঝতে পারবেন।’ অভিনেত্রী জানান, চলতি মাসেই সিনেমার শুটিং শেষ হবে। আগামী রোজার ঈদে এটি মুক্তির পরিকল্পনা রয়েছে। দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় আসা প্রসঙ্গে অভিনেত্রীর দাবি, নিজেকে বড়পর্দার জন্য প্রস্তুত করতেই নাটকে কাজ করেছেন। অভিনেত্রীর ভাষ্যমতে, ‘সিনেমা অনেক বড় ক্যানভাস। এখানে কাজ করতে হলে যোগ্যতা নিয়ে টিকে থাকতে হয়। এই আট-দশ বছরে নাটকে অভিনয় করে নিজেকে বড় পর্দার জন্য তৈরি করেছি। এখন থেকে নিয়মিত সিনেমায় কাজ করতে চাই।’ সিনেমায় নিয়মিত হলে নাটকে অভিনয় ছাড়বেন না বলেও জানিয়েছেন তানিয়া। তিনি বলেন, ‘নাটকের মাধ্যমেই দর্শক আমাকে চেনেন। এ প্ল্যাটফর্ম ছাড়া তো আমাকে কেউ চিনত না। তাই সিনেমা করলে নাটক ছাড়তে হবে, এমন কোনো কথা নেই। নাটক কখনোই ছেড়ে দিতে পারব না। তবে সিনেমার কারণে নাটকে কাজ কমতে পারে। তাই বেছে বেছে কাজ করার পরিকল্পনা আছে।’
