বিজয়ের মাসে তাদের গান ‘আমরা সবাই বাংলাদেশ’
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিজয়ের মাসে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। তবে তিনি একা নন। তার সঙ্গে রয়েছেন অরিন্দল অন্তর, অনিক সুত্রধর, জাহিদ অন্তু, দীপান্বিতা সিঁথি, অঙ্কিতা মল্লিক ও আদিবা কামাল। এরা সবাই আরটিভির উদ্যোগে অনুষ্ঠিত সংগীতবিষয়ক প্রতিযোগিতা ‘ইয়াং স্টার’র শীর্ষ দশের প্রতিযোগী। এ প্রতিযোগিতার বিচারক ছিলেন লিজা। অনুষ্ঠানটি চলাকালীন তিনি কথা দিয়েছিলেন যারা শীর্ষ দশে আসবেন তাদের নিয়ে একটি গান করবেন। কথা অনুযায়ী শীর্ষ দশের ছয়জনকে নিয়ে বিজয়ের একটি গানটি গেয়েছেন তিনি। গানের শিরোনাম ‘আমরা সবাই বাংলাদেশ’। সুর করেছেন ইমন সাহা। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর। আগামীকাল ইউটিউবে লিজার অফিসিয়াল চ্যানেলে গানটি প্রকাশ পাবে। গানটি প্রসঙ্গে ইমন সাহা বলেন, ‘এর আগেও আমি অনেক দেশাত্মবোধক গান করেছি। কিন্তু এ গানের কথায় অল্পতে অনেক কিছু বুঝানো হয়েছে। আশা রাখছি সবাই গানটি পছন্দ করবে।’ লিজা বলেন, ‘দায়িত্ববোধের জায়গা থেকে ইংয়াং স্টারের মেধাবী ছয় শিল্পীকে নিয়ে গানটি করা। বিজয়ের মাসেই দেশের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ভালোবাসা রেখেই গানটি নিবেদন করছি।’
