Logo
Logo
×

আনন্দ নগর

পুলিশ অফিসার হয়ে আসছেন মম

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

পুলিশ অফিসার হয়ে আসছেন মম

নাটকের পাশাপাশি ছবিতেও অভিনয় করে নিজের ক্যারিয়ার সমৃদ্ধ করেছেন জাকিয়া বারী মম। তবে সিনেমার চেয়ে নাটকেই বেশি নিয়মিত। সর্বশেষ ৩১ জানুয়ারি একটি নতুন নাটকে অভিনয় করেছেন তিনি। এর নাম ‘বক্কর এখন ব্যাংকার’।

এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। এ নাটকে মমকে দেখা যাবে পুলিশ অফিসারের ভূমিকায়। প্রথমবার এ ধরনের চরিত্রে অভিনয় করেছেন মম। নাটকে তার বিপরীতে রয়েছেন চঞ্চল চৌধুরী।

জাকিয়া বারী মম বলেন, ‘আমি এখন গল্পনির্ভর নাটকের প্রতি বেশি মনোযোগ দেয়ার চেষ্টা করছি। কারণ দর্শক এখন নাটকে নিজেদের জীবনের গল্প, পরিবারের গল্প খুঁজে বেড়ায়। আর ইউটিউব প্লাটফরমের কারণে নাটক এখন দেশের বাইরের বাংলা ভাষাভাষীরা উপভোগ করেন। তাদের কথা ভেবেও ভালো গল্পের নাটক নির্মাণ করতে হবে। এর আগেও সকাল ভাইয়ের নির্দেশনায় অভিনয় করেছি। বক্কর এখন ব্যাংকার নাটকের গল্প ভালো। আমি যথারীতি আমার চরিত্রটি ভালোভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি দর্শকের ভালো লাগবে।’

এদিকে দেশের পাশাপাশি ভারতীয় ছবিতেও অভিনয় করেছেন মম। এরই মধ্যে শেষ করেছেন সামির খানের পরিচালনায় প্রথম হিন্দি ছবি ‘ম্যাক্স কী গান’-এর শুটিং। এ ছবি প্রসঙ্গে তিনি বলেন, ছবিটির গল্প দারুণ। হিন্দি ভাষার ছবি এটি। নেপালে শুটিং হয়েছে। এতে কাজ করে বেশ ভালো লেগেছে।’

এদিকে সম্প্রতি তিনি শুটিং শেষ করেছেন অঞ্জন আইচ পরিচালিত ছবি ‘আগামীকাল’-এর। বর্তমানে এ ছবিটির ডাবিং করছেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি হচ্ছে ‘আলতা বানু’। অরুন চৌধুরী পরিচালিত এ ছবিতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়।

মম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম