Logo
Logo
×

আনন্দ নগর

বেক্কল সিরিজ নিয়ে উচ্ছ্বসিত তিন শিল্পী

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্বাধীন প্ল্যাটফর্ম হিসাবে ইউটিউবে প্রতিদিন অনেক নাটক ও গান প্রকাশ হয়। সবই দর্শক-শ্রোতা আলাদাভাবে উপভোগ করেন। এর মধ্য দিয়েই কিছু কাজ দর্শকদের দৃষ্টি কাড়ে। তেমনি একটি নাটক ‘বেক্কল বউ’। এটি পরিচালনা করেছেন ইকসান রনি। এ নাটকে তিনটি চরিত্র মা, ছেলে ও তার বউ। তিনটি চরিত্রে কাজ করেছেন শামীমা নাজনীন, তন্ময় সোহেল ও মানসী প্রকৃতি। নাটকটির প্রথম কিস্তির পর ‘বেক্কল বউ-২’, ‘বেক্কল বউ-৩’ নামে আরও দুটি পর্ব নির্মিত ও প্রকাশ হয়। সম্প্রতি নির্মিত হয়েছে ‘বেক্কল বউ-৪’ নামে সিরিজের নতুন পর্ব। এতে যথারীতি অভিনয় করেছেন শামীমা নাজনীন, তন্ময় সোহেল ও মানসী প্রকৃতি। এ পর্বটি প্রকাশ হবে ২৫ নভেম্বর। এ প্রসঙ্গে তন্ময় বলেন, ‘বেক্কল বউ নাটকের প্রতিটি পর্বে আমাদের তিনজনের যে রসায়ন, তা ছিল খুবই চমৎকার। তিনজন শিল্পী নিয়ে দর্শক টেনে রাখা অনেক কঠিন একটি বিষয়। গল্প যখন দুর্দান্ত হয় তখন তা দর্শক উপভোগ করেন।’ মানসী প্রকৃতি বলেন, ‘বেক্কল সিরিজের নাটকে দর্শক আমাকে যে চরিত্রে অভিনয়ে দেখেছেন তার পুরো কৃতিত্ব পরিচালকের। দর্শকরা পছন্দ করেছেন বলেই এর ধারাবাহিকতায় আমাদের একসঙ্গে আরও অনেক কাজ করা।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম