টুকরো খবর
বদলে গেছেন অহনা
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নিজের মধ্যে আমূল পরিবর্তন আনলেন নাটকের অভিনেত্রী অহনা রহমান। গত বছরেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনয় থেকে নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নেবেন। ২০২৫ সাল থেকেই অভিনয় কমিয়ে দেবেন তিনি। চলতি বছরে তুলনামূলক অনেকটাই কমেছে নাটকে তার উপস্থিতি। শুধু তাই নই, তার পোশাক-পরিচ্ছেদ এবং চলাফেরায়ও এনেছেন পরিবর্তন। গত বছরের শেষ প্রান্তে ওমরাহ পালনে গিয়েছিলেন অভিনেত্রী। এরপর থেকেই তার মধ্যে এ পরিবর্তন। বর্তমানে এ অভিনেত্রীকে শুটিংয়ের বাইরে সব সময় বোরকা ও হিজাব পরিধান অবস্থায় দেখা যায়। তাতেই এখন স্বাছন্দ্যবোধ করছেন বলেও জানান এ অভিনেত্রী। অহনা বলেন, ‘নিজের মধ্যে একটি পরিবর্তন এনেছি। তাই বোরকা ও হিজাব পরতেই এখন বেশি ভালো লাগছে। তবে আমার হিজাব পরার বিষয়টি নিয়ে অনেক কথা শুনতে হয়েছে। যে কারণে এসব এখন আর দেখারই চেষ্টা করি না। অভিনেত্রীদের পায়ে পায়ে দোষ। হিজাব পরে অ্যাওয়ার্ড নিতে গেলেও দোষ, মাথায় ঘোমটা দিয়ে কাজ করলেও দোষ। তাই এসব নিয়ে এখন আর কিছু বলতে চাই না।’ এদিকে সম্প্রতি অন্তর্জালে মুক্তি পেয়েছে অহনা অভিনীত নাটক ‘ভাঙা সংসার’।
