Logo
Logo
×

আনন্দ নগর

একাধিক প্রজেক্ট নিয়ে ব্যস্ত ববি

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকাই সিনেমার বর্তমান ব্যস্ত নায়িকার মধ্যে অন্যতম ইয়ামিন হক ববি। মাঝে কিছুটা খেই হারিয়ে ফেলেছিলেন। নানা কারণে ছন্দপতন ঘটেছিল এ অভিনেত্রীর। তবে এখন আবারও ফেরার চেষ্টায় মত্ত তিনি। অবশ্য সে চেষ্টায় অনেকটা সফল। একের পর এক নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন তিনি। একাধিক সিনেমা নিয়ে রয়েছে তার ব্যস্ততা। বর্তমানে ইন্ডাস্ট্রিতে কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই যেখানে অধিকাংশ নায়িকা চর্চারত, সেখানে ববি ব্যস্ত শুটিং নিয়ে। যার শুরু হয়েছে নতুন বছর থেকেই। এরই মধ্যে তিনি শেষ করেছেন ‘বউ’ শিরোনামের একটি সিনেমার শুটিং। এটি পরিচালনা করেছেন কে এ নিলয়। জানা গেছে, এ সিনেমার তিনটি গানের দৃশ্যায়নের কাজ বাকি। এ ছাড়া একই নির্মাতার নতুন আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন এ অভিনেত্রী। নির্মাতা সূত্রে জানা গেছে, ‘দিওয়ানা’ নামে নতুন সিনেমায় দেখা যাবে ববিকে। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, “ববিকে নিয়ে ‘বউ’ সিনেমার কাজ করছি। তার সঙ্গে আমার প্রথম কাজ ছিল এটি। সহযোগিতাপরায়ণ একজন শিল্পী। আমার পরবর্তী সিনেমার জন্য তাকেই মানানসই মনে হয়েছে। এ কারণে তাকে নিয়ে কাজ করতে যাচ্ছি।” তবে এতে ববির নায়ক কে হচ্ছেন? বিষয়টি এখনো খোলাসা করতে চাচ্ছেন না নির্মাতা। চমক রেখেছেন জানিয়ে নির্মাতা বলেন, ‘নায়ক হিসাবে পরিচিত মুখই থাকছেন। নামটি এখনই প্রকাশ করতে চাচ্ছি না। চমক হিসাবে থাকুক। শিগ্গির সিনেমার কাজ শুরু করব। তখনই নামটি সবাই জেনে যাবেন।’ এ প্রসঙ্গে ববি বলেন, ‘সিনেমাটির বিষয়ে কথা হয়েছে। সবকিছু ঠিক থাকলে শিগ্গির কাজ শুরু করব।’ এ ছাড়া এ নায়িকার হাতে রয়েছে ‘তছনছ’ নামে আরও একটি সিনেমা। এর শুটিংও শিগ্গির শুরু হবে বলে জানা গেছে। এটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। এ প্রসঙ্গে ববি বলেন, ‘নতুন এ সিনেমার বিষয়ে প্রায় চূড়ান্ত। এ ছাড়া আরও একটি সিনেমার কথা হচ্ছে। বলা চলে কাজের মধ্যেই আছি। অভিনয় নিয়েই থাকতে চাই।’ এদিকে অভিনয়ের পাশাপাশি আর্থিক নিরাপত্তার জন্য শিল্পীসত্তার বাইরে একজন শিল্পীর অনেক মাধ্যমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে বলে মনে করেন এ নায়িকা। এজন্য প্রযোজনার সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘একজন শিল্পীর শিল্পীসত্তার বাইরে অনেক মাধ্যমে কাজের অভিজ্ঞতা থাকা উচিত। যদি কেউ ব্যবসা করে কিংবা অন্য কোনো পেশার সঙ্গে জড়িত হয় তাতে সমস্যার কিছু নেই। এতে একজন শিল্পীর অর্থনৈতিক নিরাপত্তা বাড়ে। তবে ফোকাসটা অভিনয়ের ওপরই হওয়া উচিত। আমি নিজেও ব্যবসা করি। কিন্তু আমার মূল ফোকাস অভিনয়।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম