Logo
Logo
×

আনন্দ নগর

উৎসবে সিনেমার গানের আধিপত্য

Icon

রিয়েল তন্ময়

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নতুন গান প্রকাশ ঈদ আনন্দের মাত্রা দ্বিগুণ করে। ভক্তদেরও মুগ্ধতা বাড়িয়ে দেয়। শিল্পীরা বেশ ব্যস্ত সময় কাটান ঈদের গান নিয়ে। পুরোনো শিল্পীদের পাশাপাশি নতুন শিল্পীদের গানও থাকে ঈদে মুক্তির তালিকায়। অ্যালবামের সেই দিন গত হয়েছে অনেক আগেই। এখন গান প্রকাশ হয় বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষ্যে প্রকাশ হয়েছে বেশ কিছু নতুন গান। তবে নেই কোনো আলোচনা। রোজার ঈদে সিনেমার গান ছাড়া অডিও বা ভিডিও গান নিয়ে যেমন কোনো আওয়াজ মেলেনি, তেমনি নেই কুরবানির ঈদেও। দর্শক-শ্রোতা তাদের মন জুড়ানো কোনো গান খুঁজে পাননি। প্রকাশিত গানগুলোর মধ্যে উপভোগ্য গান খুবই কম ছিল।

গত কয়েকটি ঈদের মতো এবারও আলোচনায় এসেছে সিনেমার গান। ঈদে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। মুক্তির আগেই সিনেমাগুলোর গান প্রকাশ হয়। কোন সিনেমার গান কত ভিউ হলো সেটি নিয়ে মিডিয়াপাড়ায় চলে আলোচনা। সমালোচনা যে হয়নি তা নয়, তবে ভিউয়ের দাপটে সেই সমালোচনাকেও গায়ে মাখতে চাইছেন না সংশ্লিষ্টরা। ভিউকেই গানের মানদণ্ড দাবি করে অনেকেই তা উড়িয়ে দিয়েছেন। ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান ও সাবিলা নূর অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। রায়হান রাফি পরিচালিত এ সিনেমার ‘লিচুর বাগান’ শিরোনামে একটি গান রয়েছে সর্বাধিক ভিউয়ের তালিকায়। এটি প্রকাশের পর থেকেই সমালোচনার মুখে পড়ে। মূলত এটি একটি ঘেটু গান। কিন্তু সিনেমায় এটিকে নতুনভাবে তুলে ধরা হয়েছে। কিন্তু গানের কথার সঙ্গে দৃশ্যের চিত্রায়ণে অমিল, নাচ ও সেট ডিজাইন প্রত্যেকটি বিষয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। গানের এসব বিষয়ে অনেক গরমিল রয়েছে বলেও দাবি করেছেন সিনেপ্রেমী দর্শক। তবে দ্রুত সময়ের মধ্যে অধিক ভিউ পায় এটি। যা সিনেমা সংশ্লিষ্টদের গলার আওয়াজ বাড়িয়ে দেয়। তাদের দাবি, এটি নতুন একটি অভিজ্ঞতা তাদের জন্য। পুরোনো দিনের গানগুলো ও দেশের লোকজ সংস্কৃতিকে তুলে ধরারই প্রয়াস ছিল এটি। মূল গানটির কথা লিখেছেন সাত্তার পাগলা। সিনেমার গানে এটি সম্পাদিত করেছেন প্রীতম হাসান, মেহেদী আনসারী এবং ইনামুল তাহসিন। সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। এতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান, জেফার রহমান, মঙ্গল মিয়া ও আলেয়া বেগম।

এদিকে ভিউ দিয়ে মানদণ্ড বিচার না করলেও, ঈদের অন্য সিনেমাগুলোর বেশ কয়েকটি গান রয়েছে আলোচনায়। এগুলোর গায়কি, কথা, সুর, চিত্রায়ণ, সেট ডিজাইন ও নাচ-এসব বিষয়কে প্রাধান্য দিয়েই আলোচনায় এসেছে। এর মধ্যে রয়েছে আলোক হাসান পরিচালিত ‘টগর’ সিনেমার ‘ও সুন্দরী’ শিরোনামের গানটি। এটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও আতিয়া আনিসা। সিনেমায় ঠোঁট মিলিয়েছেন আদর আজাদ ও পূজা চেরী। তবে এ গানে প্রথমবার বড় পর্দায় নাচতে দেখা গেছে ইমরান ও আতিয়াকেও। একই সিনেমার ‘হান্ড্রেড পার্সেন্ট দেশি’ শিরোনামে আরও একটি গান সাড়া ফেলেছে। এটি গেয়েছেন কামরুজ্জামান রাব্বি ও কর্ণিয়া। এদিকে অনেক দিন বিরতি কাটিয়ে গানে ফিরেছেন মিলা ইসলাম। গেয়েছেন সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমায় ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ শিরোনামের একটি গান। যা প্রকাশের পর বেশ সাড়া ফেলে। তবে কিছুটা সমালোচনাও হয় এটি নিয়ে। ‘আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে’ ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় গানগুলোর একটি। নব্বইয়ের দশকে সবার মন কেড়েছিল ‘কুলি’ সিনেমার এই গান। যা আজও দর্শকের মুখে মুখে ফেরে। কিন্তু গানটি নতুন করে সিনেমায় ব্যবহার হওয়াতে আক্ষেপ প্রকাশ করেন এর গীতিকার মিল্টন খন্দকার। তবে ইনসাফ সিনেমায় ব্যবহৃত গানটিতে শুধু ‘আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে’ এ লাইনটিই ব্যবহার করা হয়েছে। একই সিনেমায় হাবিব ওয়াহিদের কণ্ঠে ‘তোমার খেয়ালে’ গানটিও রয়েছে শ্রোতা-দর্শকদের পছন্দের তালিকায়। মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’ সিনেমার ‘এই অন্ধকারের শহরে’ শিরোনামের গানটিও রয়েছে আলোচনায়। র‌্যাপার জালালী শাফায়েতের লেখা ও গাওয়া গানটির সংগীতায়োজন করেছেন বালাম। এ সিনেমার দ্বিতীয় গান ‘যেতে যেতে’ও প্রশংসা কুড়াচ্ছে। এটি গেয়েছেন মাশা ইসলাম। এদিকে ‘তোমাকে চাই’ শিরোনামে ইমরান মাহমুদুল ও কোনালের গাওয়া একটি গানও রয়েছে শ্রোতা-দর্শকদের পছন্দের তালিকায়। এটি ব্যবহৃত হয়েছে ‘এশা মার্ডার : কর্মফল’ সিনেমায়। এ ছাড়া ‘উৎসব’ সিনেমায় ব্যবহৃত শিল্পী আইদিদ রশিদের গাওয়া ‘তুমি’ শিরোনামের গানটিও শ্রোতাদের মনে কিছুটা জায়গা নিতে পেরেছে।

ঈদে দর্শক পছন্দের তালিকায় রয়েছে বেশ কিছু নাটকের গানও। ইমরোজ শাওন পরিচালিত ‘আশিকি’ নাটকের দুটি গান রয়েছে আলোচনায়। একটি হচ্ছে সজীব দাসের গাওয়া ‘দহন (ওরে মন)’। অন্যটি হচ্ছে ‘যদি মনটা চুরি করি’। এটি গেয়েছেন দিলশাদ নাহার কণা ও সজীব দাস। প্রশংসিত হয়েছে জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ জুটির ‘প্রিয় প্রজাপতি’ নাটকের একটি গান। সোমেশ্বর অলির কথায় ‘প্রজাপতি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন জাহিদ নিরব ও আতিয়া আনিসা।

নাটক-সিনেমার বাইরে শ্রোতাদের নজর থাকে শিল্পীদের একক গানের দিকে। এবারও সেভাবে জমে ওঠেনি একক গানের বাজার। বেশ কয়েক বছর ধরেই ঈদে প্রকাশিত একক গানগুলো খুব একটা সাড়া ফেলছে না। তবে এগুলো যে মানুষ শুনছেন না এমন নয়, অনেক ভালো ভালো গান বছরের অন্য সময়ের মতো উৎসবকে কেন্দ্র করেও প্রকাশ হয়েছে। তবে সিনেমার গানের দাপটে অনেকটা ম্লান হয়ে গেছে একক ও দ্বৈতভাবে প্রকাশিত গানগুলো। এর মধ্যে শ্রোতাপ্রিয়তা পেয়েছে এমন কিছু গানের কথা উল্লেখ করা হয়েছে।

ঈদে নন্দিত সংগীতশিল্পী আসিফ আকবর প্রকাশ করেছেন একাধিক গান। তার মধ্যে দুটি হচ্ছে প্রদীপ সাহার কথায় ‘মনে কি পড়ে না’ ও আসিফ ইকবালের কথায় ‘মন ছুঁয়েছে মন’ শিরোনামের গান। নাজমুন মুনিরা ন্যান্সি ‘কথা দিয়ে কথা রাখোনি’ শিরোনামের একটি গান প্রকাশ করেছেন। জাকিয়া সুলতানা কর্ণিয়ার রয়েছে ‘জামদানি শাড়ি’। এতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন তানভীর আহমেদ। এ ছাড়া আরও রয়েছে ব্যান্ড তারকা বিপ্লবের গাওয়া ‘চেনা অচেনা সুখ’, লিজা ও কিশোর দাসের ‘ও প্রিয় ভালোবাসা নিও’, বাঁধন সরকার পূজার ‘ভালোবাসি তারে’, শুভ ও তাসরিফের ‘পাহাড়ে যাব’সহ বেশকিছু গান। এ ছাড়া বিভিন্ন গানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকেও একাধিক গান এসেছে। এর মধ্যে অন্যতম শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনও বেশ কিছু গান প্রকাশ করেছে। তাদের আয়োজনে পুরোনো শিল্পীদের পাশাপাশি ছিল নতুন শিল্পীদের গান। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ, সিএমভি, গানচিল, সুরঞ্জলী, অনুপম মিউজিক, লেজার ভিশনসহ আরও অনেক প্রতিষ্ঠান থেকে ঈদে গান প্রকাশ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম