উইশ কার্ড নিয়ে নাজনীন নিহা
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বর্তমান প্রজন্মের অভিনেত্রী নাজনীন নিহা। পড়ালেখার পাশাপাশি অভিনয় নিয়মিত করছেন তিনি। গৎবাঁধা কাজে নিজেকে জড়াতে চান না, তাই কাজ করছেন বেছে বেছে। শিগ্গির মুক্তি পাচ্ছে তার অভিনীত আরও একটি নাটক। নাম ‘উইশ কার্ড’।
এটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। নাটকটিতে নিহা অভিনয় করেছেন ইয়াশ রোহানের বিপরীতে। নির্মাতা সূত্রে জানা গেছে, ১৪ আগস্ট নাটকটি ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে। নাটক প্রসঙ্গে নিহা বলেন, ‘পরিচালকের সঙ্গে আমার এটি চতুর্থ কাজ।
নাটকগুলো দর্শক খুব পছন্দ করেছেন। আশা করি এবারও দর্শক আমাদের নাটক পছন্দ করবেন। কারণ পছন্দ করার মতো যথেষ্ট এলিমেন্ট আছে এতে’। এর আগে একই পরিচালকের সঙ্গে নিহার ‘মনদুয়ারি’ ও ‘মেঘবালিকা’ নাটকে কাজ করেছেন। দুটি নাটক দর্শক সমাদৃত হয়। বলা যায় নাটক দুটি নিহাকে বেশ আলোচনায় নিয়ে আসে।
