Logo
Logo
×

আনন্দ নগর

পপি কি আদৌ ফিরবেন

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পপি কি আদৌ ফিরবেন

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় ও প্রভাবশালী নায়িকা সাদিকা পারভীন পপি। যার অভিনয়ে মুগ্ধ ছিলেন সব বয়সি ও শ্রেণির দর্শক। কিন্তু হঠাৎ করেই অভিনয় থেকে দূরে সরে গেলেন তিনি। দীর্ঘদিন ভক্তরা অপেক্ষায় আছেন, পপি ফিরবেন বলে। আদৌ কী তিনি রুপালি পর্দায় ফিরবেন? গতবছর জানা গেছে বিয়ে করেছেন এ নায়িকা। রয়েছে একটি ছেলেসন্তান। মূলত বিয়ের পর থেকেই তিনি আড়ালে চলে যান। ইন্ডাস্ট্রির মানুষদের সঙ্গেও বাড়িয়ে তোলেন দূরত্ব। কারও সঙ্গেই কোনো ধরনের যোগাযোগ রাখেননি পপি।

বলা যায়, অঘোষিতভাবে বিদায় জানিয়েছেন ঢালিউডকে। মাসকয়েক আগে পারিবারিক নানা ঝামেলা নিয়ে স্বামী-সন্তানসহ প্রকাশ্যে আসেন তিনি। এরপর মিডিয়া থেকে আড়ালে থাকার কারণও জানান। সংসার জীবন প্রাধান্য দিতেই বিদায় জানিয়েছেন অভিনয়কে। কিছুদিন পরই এ নায়িকা আবারও জানান, ব্যক্তিগত ঝামেলা কাটিয়ে নতুন করে কাজের কথা ভাবছেন তিনি।

রুপালি পর্দায় ফেরার আগ্রহ জানিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী বলেন, ‘সিনেমা থেকে সাময়িক বিরতি নিয়েছি। নতুন করে কাজে ফেরার কথা ভাবছি। সন্তান জন্মের পর একটু মুটিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন অনেকটা ঠিক আছি। যেহেতু দীর্ঘ একটা গ্যাপ হয়েছে, তাই যেনতেন কাজ দিয়ে ফিরতে চাই না। ভালো কিছু দিয়েই ফিরতে চাই। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করব।’ কিন্তু প্রশ্ন উঠেছে, পপি কি আসলেই ফিরবেন?

তার ঘনিষ্ঠ মহল বলছেন, বড় পর্দায় অভিনেত্রীর ফেরার আর কোনো সম্ভাবনা নেই। কারণ ঘর-সংসার, স্বামী-সন্তান নিয়ে মহাব্যস্ত এখন তিনি। সূত্রটি বলছে, পপির কথা হলো-‘অভিনয় তো অনেক করলাম, আর অভিনয় করতে গিয়ে নিজেকে সময় দেওয়ার ফুরসুতটুকুই পাইনি। কমপক্ষে দুই দশকেরও বেশি সময় দিনে-রাতে, রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে শুধু কাজ করেছি। যখন বড় ক্লান্ত হয়ে পড়লাম, তখনই নিজের ভেতর থেকে অবসরের ডাক পেলাম। ব্যস, আমি এখন সংসার ধর্মের বাসিন্দা। এটিই এখন আমার একমাত্র ঠিকানা। আগামীতে কী হবে কে বলতে পারে? তাই আমিও এমন কোনো আশ্বাস দিতে চাই না, যেটি আমিই জানি না।’ পপির এমন কথায় তাহলে অনেকটা নিশ্চিত বলা যায়, সিনেমার ঝলমলে আলো আর অ্যাকশন কাটে পপির আলোকরশ্মি হয়তো আর দেখা যাবে না।

অভিনয়ে পপি ছিলেন নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। এক্সপেরিমেন্টাল কিংবা কমার্শিয়াল দুধরনের সিনেমায়ই অভিনয় ক্যারিশমা দেখিয়েছেন তিনি। সর্বশেষ ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমার শুটিংয়ে ক্যামেরার সামনে দাঁড়ান এ অভিনেত্রী। এরপর থেকে লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে দূরে এ অভিনেত্রী। এদিকে তার অনুপস্থিতির কারণে আটকে আছে একাধিক সিনেমা। এর মধ্যে রয়েছে ‘ভালোবাসার প্রজাপতি’ ও ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামে একটি সিনেমা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম