তারকার গাড়ি বিলাস
সারা আলি খানের স্টাইল, ক্লাস আর পাওয়ারের মিশেল
ইসরাত জাহান
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বলিউডের অন্যতম জনপ্রিয় স্টারকিড এবং উদীয়মান অভিনেত্রী সারা আলি খান শুধু অভিনয় দক্ষতা কিংবা ফ্যাশন সেন্স দিয়েই নয়, তার বিলাসবহুল গাড়ির সংগ্রহ দিয়েও ভক্তদের নজর কাড়েন। সাদামাটা আচরণ আর ভদ্র ব্যবহারের জন্য পরিচিত এ অভিনেত্রীর গ্যারেজে রয়েছে একাধিক প্রিমিয়াম কার, যেগুলো তার রুচি, ব্যক্তিত্ব এবং লাইফস্টাইলের সঙ্গে দারুণভাবে মানানসই।
শক্তি আর বিলাসের সমন্বয়
সারার গাড়ি সংগ্রহের অন্যতম আকর্ষণ মার্সিডিজ-বেঞ্জ জিএলএস। এ ফুল-সাইজ লাক্সারি এসইউভি শুধু আরামদায়ক যাত্রাই নিশ্চিত করে না, বরং অফ-রোড পারফরম্যান্সেও অসাধারণ। শক্তিশালী ইঞ্জিন, প্রশস্ত কেবিন, প্যানোরামিক সানরুফ, উন্নত সেফটি ফিচার-সব মিলিয়ে এটি সারার অন্যতম প্রিয় গাড়ি। শহুরে ব্যস্ত সিডিউল হোক বা আউটডোর শুটিং, জিএলএস সব পরিবেশেই একদম উপযোগী।
তার প্রথম ভালোবাসা
বলাই হয়, সারা আলি খানের গাড়ি সংগ্রহের যাত্রা শুরু হয়েছিল জিপ কম্পাস দিয়ে। ২০২০ সালেও তাকে নিয়মিত এ এসইউভিতে দেখা যেত। কম্পাসের রাগড ডিজাইন, গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং শক্তিশালী পারফরম্যান্স সারার অ্যাডভেঞ্চারপ্রেমী দিকটাকেই যেন প্রকাশ করে। ব্যস্ত রুটিনের মাঝে সহজে চালানো যায়, তাই এ গাড়িটি সারার অন্যতম ব্যবহারিক পছন্দ।
শার্প, স্টাইলিশ ও বিজনেস-ক্লাস ভাইব
বিএমডব্লিউ ৫-সিরিজ সারার গাড়ি সংগ্রহে এলে তাতে আশ্চর্যের কিছু নেই। এ সেডানটির রয়েছে ড্রাইভারকেন্দ্রিক ককপিট, প্রিমিয়াম ইন্টেরিয়র এবং দুর্দান্ত রাস্তা দখলের ক্ষমতা। সারা যখন শুটিংয়ে ব্যস্ত বা দ্রুত শহর ঘুরে বেড়াচ্ছেন, এ গাড়ি তাকে দেয় কমফোর্ট এবং রেসপন্সিভ পারফরম্যান্স। যে কোনো লাল-কার্পেট ইভেন্টেও ৫-সিরিজ তার সঙ্গে মানায় অনবদ্যভাবে।
সিম্পল, রিলায়েবল আর এফিসিয়েন্ট
সারা আলি খানকে বেশ কয়েকবার তার ব্যবহারিক গাড়ি হোন্ডা সিআর-ভি চালাতে দেখা গেছে। এ এসইউভিটি যদিও তার অন্যান্য গাড়ির তুলনায় তুলনামূলকভাবে সিম্পল, তবুও দৈনন্দিন যাতায়াতের জন্য এটি তার অন্যতম নির্ভরযোগ্য সঙ্গী। প্রশস্ত কেবিন, ভালো ফুয়েল ইকোনমি এবং সহজ হ্যান্ডলিং-সব মিলিয়ে সিআর-ভি সারার বাস্তববাদী দিকটি ফুটিয়ে তোলে।
সারা আলি খানের গাড়ি সংগ্রহে চোখ ধাঁধানো সুপারকার নেই, কিন্তু আছে স্টাইল, ব্যবহারিকতা এবং রুচির নিখুঁত ভারসাম্য।
