যা জানতে চান
ভূমিকম্পের সময় গাড়িতে থাকলে কী করব?
মেহেদি হাসান, ঢাকা
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভূমিকম্পের সময় হঠাৎ ব্রেক না করে ধীরে ধীরে গাড়ি নিরাপদ জায়গায় থামাতে হবে। গাড়ি থামানোর সময় খেয়াল রাখুন-বড় গাছ, বিদ্যুতের খুঁটি বা উঁচু ভবনের পাশে কখনোই গাড়ি পার্ক করবেন না। খোলা জায়গা বা রাস্তার পাশে থামানোই সবচেয়ে নিরাপদ। কম্পন চলাকালে গাড়ি থেকে নামার চেষ্টা করা বিপজ্জনক। গাড়ি তখন এক ধরনের সুরক্ষিত খাঁচার মতো কাজ করে, তাই জানালা ও দরজা বন্ধ রাখাই ভালো। বিলবোর্ড, লাইটপোস্ট বা ধ্বংসাবশেষ এসব থেকে দূরে রাখুন। কম্পন বা টার্বুলেন্স অনুভব করলে হঠাৎ গতি পরিবর্তন বা তীব্র ব্রেক করা থেকে বিরত থাকুন। জরুরি আলো ও মোবাইল ফোন চার্জে রাখুন, প্রয়োজনে সাহায্য চাইতে কাজে লাগবে। ভূমিকম্প পুরোপুরি থেমে গেলে ধীরে ধীরে গাড়ি চালানো শুরু করুন।
মিরাজুল ইসলাম জীবন, ঢাকা
