Logo
Logo
×

অটোটেক

পরামর্শ

মোটরসাইকেল নিয়ে বের হওয়ার আগে

Icon

জাকির হোসেন সরকার

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মোটরসাইকেল নিয়ে বের হলেন, আর হঠাৎ মাঝপথে ইঞ্জিন বন্ধ, এ বিরামহীন ঝামেলায় পড়তে কেউই চান না। খুব সাধারণ কিছু পরীক্ষা-নিরীক্ষা আগে থেকেই করে নিলে এ ধরনের অস্বস্তিকর পরিস্থিতি এড়ানো যায়। নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রার জন্য তাই বাইক স্টার্ট দেওয়ার আগে নিচের বিষয়গুলো নিশ্চিত করা জরুরি।

প্রথমেই দেখুন ট্যাংকে পর্যাপ্ত ফুয়েল আছে কিনা। হাতে থাকা তেল দিয়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব না হলে কাছাকাছি ফুয়েল স্টেশন থেকে ভরে নিন। কারণ যাত্রাপথে সবসময় পাম্প নাও পাওয়া যেতে পারে। এরপর চাকার অবস্থা দেখে নিন, চাপ ঠিক আছে কিনা, ট্রেডলাইন ক্ষয় হয়েছে কিনা। সঠিক চাপ যাত্রাকে যেমন আরামদায়ক করে, তেমনি দুর্ঘটনার ঝুঁকিও কমায়।

হর্ন, হেডলাইট, ব্যাক লাইট, ইন্ডিকেটরসহ সব ধরনের লাইট ঠিকঠাক কাজ করছে কিনা পরীক্ষা করুন, বিশেষ করে রাতে বের হওয়ার আগে। ব্রেক সিস্টেম খুব গুরুত্বপূর্ণ। হাত ও পায়ের ব্রেক মসৃণভাবে কাজ করছে কিনা এবং ব্রেকের ফ্রি-প্লে যথাযথ আছে কি না দেখে নিন। অনেক সময় কার্বুরেটরের ভুল টিউনিংয়ের কারণে স্পার্ক প্লাগে কার্বন জমে ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে।

তাই সন্দেহ হলে দক্ষ মেকানিক দিয়ে কার্বুরেটর ঠিকমতো টিউন

করিয়ে নিন, যাতে তেল-বাতাসের মিশ্রণ সঠিক থাকে। দীর্ঘদিন ব্যবহার না করা বাইক চালাতে চাইলে ব্যাটারির টার্মিনাল পরিষ্কার আছে কিনা দেখুন এবং ইঞ্জিন চালু করার পর দুই-তিন মিনিট হালকা উচ্চ রেভে

গরম করে নিন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম