যা জানতে চান
রয়েল এনফিল্ড কোন দেশি কোম্পানি?
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রবিন রায়হান, ঢাকা
রয়েল এনফিল্ড নামটির সঙ্গে জড়িয়ে আছে রাজকীয়তা। ১৯৩১-এ পথ চলা শুরু ব্রিটিশ সংস্থা এনফিল্ডের। মোটরসাইকেল তৈরি করার আগে ঘাস কাটার যন্ত্র তৈরি করত ব্রিটিশ এনফিল্ড কোম্পানি। এ ছাড়া বন্দুকের ব্যবসাও ছিল তাদের। রয়েল এনফিল্ডের সবচেয়ে জনপ্রিয় মডেল বুলেট ৩৫০। ১৯৩১ সালে প্রথম ব্রিটেনের বাজারে আসে। ভারতে বুলেট আসে ১৯৫১ সালে। রয়েল এনফিল্ড ভারতীয় সেনাবাহিনীতে বাইক সরবরাহ করা শুরু করে ১৯৫৫ সালে। মাদ্রাজ মোটরস অব ইন্ডিয়ার সঙ্গে জোট বেঁধে এ দেশেই মোটরসাইকেল তৈরি শুরু করে সংস্থাটি।
ফয়সাল আহমাদ, ঢাকা
