মৃত ইউপি সদস্যকে জীবিত দেখিয়ে চেয়ারম্যানের কাণ্ড
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ধুনটের এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাদৎ হোসেনের বিরুদ্ধে মৃত ইউপি সদস্যকে জীবিত দেখিয়ে স্বাক্ষর জালিয়াতির টাকা আত্মসাতের অভিযোগ ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর মধ্যে পিআইসি প্রকল্পে ইটের রাস্তা সংস্কার কাজে এক লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়ন কমিটির সভাপতি করা হয় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বর (সদর) জেল হককে। তিনি ৩ জানুয়ারি যান।
এদিকে চেয়ারম্যান শাহাদৎ হোসেন ২৫ মার্চ অজ্ঞাত ব্যক্তিকে সদস্য সাজিয়ে তাকে প্রকৌশলীর কার্যালয়ে নিয়ে গিয়ে প্রকল্পের কাগজপত্রে মৃত মেম্বর জেল হকের স্বাক্ষর করিয়ে নেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বিল ছাড় করে ট্রেজারি চালানের মাধ্যমে সোনালী ব্যাংক ধুনট শাখা থেকে প্রকল্পের টাকা উত্তোলন করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে ইটের রাস্তাটি ভাঙা অবস্থায় রয়েছে। কোনো সংস্কার করা হয়নি। এলাকাবাসী বলেন, মাত্র তিন ট্রাক ইটের খোয়া ও রাবিশ ফেলে দায়সারাভাবে সংস্কার কাজ শেষ করা হয়েছে।
এ প্রসঙ্গে চেয়ারম্যান শাহাদৎ হোসেন জানান, সদস্য জেল হক চিকিৎসার খরচের জন্য উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে প্রকল্পের কাগজপত্রে স্বাক্ষর করে অর্ধেক টাকা উত্তোলন করেছিলেন। এছাড়া অবশিষ্ট টাকা উত্তোলনের জন্য ওই সময় কাগজপত্রে স্বাক্ষর নিয়ে রাখা হয়েছিল। এই প্রকল্পে কোনো অনিয়ম বা টাকা আত্মসাৎ করা হয়নি।
