চাকসুর ভিপি নির্বাচিত
রনির জন্মস্থান বাগাতিপাড়ায় বইছে আনন্দের জোয়ার
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে জয়লাভ করেছেন বাগাতিপাড়ার কৃতী সন্তান ও ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্রার্থী ইব্রাহিম হোসেন রনি। তার এ বিজয়ে বাগাতিপাড়ায় নেমেছে আনন্দের জোয়ার। উপজেলা জুড়ে চলছে উৎসবের আমেজ, সর্বত্র মিষ্টি বিতরণ আর শুভেচ্ছা বিনিময় করছেন স্থানীয় শুভাকাঙ্ক্ষী ও শিবির নেতারা। উপজেলার ফাগুয়ারদিয়াড় ইউনিয়নের পাঁচুড়িয়া এলাকায় রনির গ্রামের বাড়িতে সকাল থেকেই ভিড় করছেন এলাকার মানুষ। কেউ মিষ্টি বিতরণ করছেন, কেউ আবার পরিবারকে অভিনন্দন জানাতে ছুটে আসছেন। স্থানীয়রা বলছেন, এ বিজয় শুধু একজনের নয়, পুরো এলাকার গর্ব। তাদের ভাষায়, ‘এ বিজয় সমগ্র উত্তরবঙ্গের, এ বিজয় নাটোর জেলার, এ বিজয় বাগাতিপাড়া উপজেলার, এ বিজয় গৌরব আমাদের।’ ইব্রাহিম ইসলাম রনি বাগাতিপাড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামের মোহাম্মদ এনামুল হক ও আমেনা বেগম দম্পতির ছেলে। রনির বাবা পেশায় একজন কৃষক এবং মা গৃহিণী। চার ভাইবোনের মধ্যে রনিই পরিবারের বড় সন্তান। তিনি উপজেলার পাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও মুরাদপুর পাঁচুড়িয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যয়নরত। স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৪টার দিকে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন ফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে বাংলাদেশ ছাত্রশিবির সমর্থিত রনির বিজয়ের খবর পেয়ে তার গ্রামে রাস্তায় বেরিয়ে সাধারণ জনতা উচ্ছ্বাস প্রকাশ করেন। এদিকে সকাল থেকেই উপজেলার মালঞ্চি বাজার, ফাগুয়াড়দিয়াড় বাজারসহ বিভিন্ন স্থানে ছাত্রশিবিরের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়। রনির খালাতো ভাই জাহিদ হাসান বলেন, সব আত্মীয়-স্বজন ও প্রতিবেশীসহ গ্রামবাসীর সঙ্গে সবসময় সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেন রনি। এনামুল হক বলেন, তার ছেলে ভিপি নির্বাচিত হওয়ায় তিনি ও তার পরিবারসহ এলাকাবাসী সবাই আনন্দিত। তার ছেলে সারা জীবন মানুষের কল্যাণে কাজ করবে এবং সুখে-দুঃখে মানুষের পাশে থাকবে- এটাই তার ইচ্ছা। তিনি তার ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
