বাগাতিপাড়ায় যাত্রাপালা ‘গৌরি মালা’ মঞ্চস্থ
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাগাতিপাড়ায় বকুল স্মৃতি থিয়েটারের আয়োজনে সামাজিক যাত্রাপালা ‘গৌরি মালা’ মঞ্চস্থ হয়েছে। শনিবার রাতে গালিমপুরে গিরিশ ধাম জমিদারবাড়ি মাঠে এ আয়োজন করা হয়। ‘গৌরি মালা’-তে গ্রামীণ কুসংস্কার, ক্ষমতার দ্বন্দ্ব, সমাজে নৈতিকতা, পারিবারিক বন্ধন ও মানবিক মূল্যবোধের বিষয়গুলো নাট্যরূপে উপস্থাপন করা হয়। শিল্পীদের প্রাণবন্ত অভিনয় উপস্থিত দর্শকদের মন কাড়ে। যাত্রাপালার অভিনীত শিল্পীরা জানান, আগে নিয়মিত যাত্রার আয়োজন হলেও এখন নানা কারণে এই ঐতিহ্যবাহী শিল্পটি বিলুপ্তপ্রায়। ফলে, যাত্রার সঙ্গে জড়িত বেশিরভাগ শিল্পীই বাধ্য হয়ে পেশা পরিবর্তন করেছেন। বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
