প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি
নওগাঁয় নেসকো অফিস ঘেরাও
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নওগাঁয় বিদ্যুতের হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন গ্রাহকরা। এর আগে তাজের মোড়ে শহীদ মিনারে বিদ্যুৎ গ্রাহক স্বার্থরক্ষা কমিটির ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেন তারা। পরে আন্দোলনকারীরা শহরের কাঁঠালতলী এলাকায় নেসকোর বিদ্যুৎ ও বিতরণ বিভাগ নওগাঁ কার্যালয় ঘেরাও করেন। ঘেরাও কর্মসূচি শেষে নেসকোর বিদ্যুৎ ও বিতরণ বিভাগের প্রিপেইড মিটার প্রকল্পের প্রকল্প পরিচালক হাসিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে একটি প্রতিনিধি দল। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নওগাঁ জেলা শাখার আহ্বায়ক জয়নাল আবেদিন মুকুল, বিদ্যুৎ গ্রাহক স্বার্থরক্ষা কমিটির আহ্বায়ক মাসুদুল আলম সাজু, সদস্য সচিব আলিমুর রেজা রানা, এ বিষয়ে নেসকোর প্রিপেইড মিটার প্রকল্পের প্রকল্প পরিচালক হাসিবুর রহমান বলেন, ‘প্রিপেইড মিটার লাগানো নেসকোর একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রিপেইড মিটার সম্পর্কে মানুষের কিছু ভুল ধারণা আছে। আমরা গ্রাহকদের দ্বারে দ্বারে গিয়ে তাদের প্রিপেইড মিটার সম্পর্কে বোঝাচ্ছি। যেসব গ্রাহক প্রিপেইড মিটার স্থাপন করতে চাইছেন, আমরা তাদের সংযোগেই প্রিপেইড মিটার স্থাপন করছি। কোনো গ্রাহককে জোর করে কিংবা হুমকি-ধামকি দিয়ে মিটার স্থাপন করা হচ্ছে না।
