চান্দিনায় প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চান্দিনার গল্লাই আবেদা নূর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর কবির অবসর গ্রহণ করেছেন। শনিবার বিকালে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় দেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে ওই শিক্ষককে ফুল সজ্জিত গাড়িতে বাড়ি পৌঁছে দেওয়া হয়। এর মধ্য দিয়ে ৩১ বৎসরের কর্মযজ্ঞের ইতি টানেন ওই শিক্ষক। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হাই’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল মান্নান বিএসসি বিএড, গল্লাই আবেদা নূর ফাউন্ডেশনের রেক্টর শাহাজাহান সাজু, গল্লাই আবেদা নূর বিএমআই কলেজ অধ্যক্ষ ড. আমীর খসরু, অধ্যাপক আবুল ফয়েজ আবদুল্লাহ ও নবাবপুর ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান।
