সাবেক কাউন্সিলরসহ ২৬ জন গ্রেফতার
সন্ত্রাস চাঁদাবাজি নাশকতাসহ নানা অভিযোগ
যুগান্তর প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সন্ত্রাস ও চাঁদাবাজি, নাশকতার মামলাসহ নানা অভিযোগে সাবেক কাউন্সিলরসহ ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে শুক্র, শনি ও রোববার তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলার আসামি রয়েছেন। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর : ফরিদপুরের আলফাডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় স্থানীয় ইউপি সদস্যসহ আ.লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন-উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদ সদস্য ও স্থানীয় ওয়ার্ড আ.লীগ সভাপতি ফিরোজ মোল্যা, গোপালপুর ইউনিয়ন মৎস্যজীবী লীগ সভাপতি ও চর চান্দড়া গ্রামের বাসিন্দা কাজী রুবেল, টগরবন্দ ইউনিয়নের ওয়ার্ড আ.লীগ সভাপতি ও সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা মতিন মোল্যা। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পগাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা মাহফুজ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। নেত্রকোনা জেলা কৃষক লীগের সদস্য ও মোহনগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজমুল হুদা লিটনকে রোববার আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার আরও ৯ জন হলো-পূর্বধলার হোগলা ইউনিয়নের পানিশা গ্রামের বাসিন্দা যুবলীগ নেতা জুবায়ের আল হাসান, মদনের কাইটাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, সদর উপজেলার বটতলার ছাত্রলীগ কর্মী আলম মিয়া, অরংগবাজের ইব্রাহিম খলিল, জুনায়েদ হাসান ওরফে রাফি, সুলতানপুরের আরিফ ওরফে জারিফ, সাতবেরিকান্দার শাহাদাত রহমান ওরফে সিয়াম, রিয়াদ মিয়া ও খতিবনগুয়ার সাকিবুল ইসলাম। রংপুরের কাউনিয়ার কুর্শা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক লিপন মিয়াকে শনিবার রাতে মীরবাগ বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে। উপজেলার মহেশা গ্রামের সেকেন্দার আলীর ছেলে লিপন মিয়া বিশেষ ক্ষমতা আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। ময়মনসিংহের হালুয়াঘাটে ইউনিয়ন আ.লীগ সম্পাদকসহ দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিলড়োরা ইউনিয়ন আ.লীগ সম্পাদক হীরা মিত্রকে ময়মনসিংহ শহর থেকে এবং ধারা ইউনিয়ন আ.লীগ নেতা সিদ্দিকুর রহমানকে ধারা বাজার থেকে গ্রেফতার করা হয়। নাটোরের সিংড়া উপজেলা আ.লীগ সভাপতি ওহিদুর রহমান শেখকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির শান্তি সমাবেশের প্রস্তুতির সময় হামলা মামলার আসামি হিসাবে তাকে গ্রেফতার করা হয়। নীলফামারীর সৈয়দপুর শহরের ১৪নং ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ইমরান তৌহিদিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে শহরের বাঁশবাড়ি মহল্লায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তিনি বাড়ির তিনতলা থেকে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। ময়মনসিংহের গৌরীপুরে শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে রামগোপালপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি জহিরুল ইসলাম মাস্টার ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহি উদ্দিন মামুনকে গ্রেফতার করেছে। এদিকে নাশকতা চেষ্টার অভিযোগে সেনাবাহিনী ইসলামাবাদে প্রত্যাশা যুব কল্যাণ সংস্থার কার্যালয় থেকে ৩৪টি রামদাসহ চারজনকে আটক করেছে। তারা হলো-পূর্ব কাওরাট গ্রামের শামীম, মামুন, পশ্চিম কাউরাট গ্রামের আফাজ ও পৌর এলাকার হাবিব। মাদারীপুরের কালকিনিতে সন্ত্রাস ও চাঁদাবাজিসহ ছয় মামলার আসামি রমজানপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি নুরুল হক রাঢ়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
